চরখাই ইউনিয়ন

সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার একটি ইউনিয়ন

চারখাই ইউনিয়ন বাংলাদেশের সিলেট জেলার অন্তর্গত বিয়ানীবাজার উপজেলার একটি ঐতিহ্যবাহী ও বৃহত্তম ইউনিয়ন[১][২][৩]

চারখাই
ইউনিয়ন
চারখাই ইউনিয়ন পরিষদ
চারখাই সিলেট বিভাগ-এ অবস্থিত
চারখাই
চারখাই
চারখাই বাংলাদেশ-এ অবস্থিত
চারখাই
চারখাই
বাংলাদেশে চরখাই ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৫৪′৪৭.৯৯৯″ উত্তর ৯২°১০′২১.০০০″ পূর্ব / ২৪.৯১৩৩৩৩০৬° উত্তর ৯২.১৭২৫০০০০° পূর্ব / 24.91333306; 92.17250000 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগসিলেট বিভাগ
জেলাসিলেট জেলা
উপজেলাবিয়ানীবাজার উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট৩,৬৬৪ হেক্টর (৯,০৫৫ একর)
জনসংখ্যা
 • মোট৩০,৫৭৫
 • জনঘনত্ব৮৩০/বর্গকিমি (২,২০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৬০ ৯১ ১৭ ২৫
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

অবস্থান ও সীমানা সম্পাদনা

সিলেট সদর হইতে ইউনিয়ন পরিষদের দূরত্ব ৩৩ কিলোমিটার। উপজেলা সদরের দূরত্ব ১৯ কিলো মিটার। চারখাই ইউনিয়ন পরিষদের পূর্বদিকে ৮ কিলোমিটার দূরে জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়ন পরিষদ অবস্থিত। পশ্চিম দিকে ৮কিলোমিটার দূরে ১নং আলীনগর ইউনিয়ন পরিষদ অবস্থিত। উত্তর দিকে ৭ কিলোমিটার দূবে ৩নং দুবাগ ইউনিয়ন পরিষদ। দক্ষিণ দিকে কানাইঘাট উপজেলার সাথ সীমানা র্নিধারণী সুরমা নদী। বিয়ানীবাজার,জকিগঞ্জ, কানাইঘাট, গোলাপগঞ্জ উপজেলার কেন্দ্রস্থলে অবস্থিত।

গ্রাম সমূহ সম্পাদনা

গ্রামের সংখ্যাঃ ৪২টি। ১. আদিনাবাদ কোনা ২. আদিনাবাদ ঢেলাখানি ৩. আদিনবাদ খাপন ৪. আদিনবাদ ইসবখানি ৫. আদিনাবাদ শেখপাড়া ৬. আদিনাবাদ মধুরচক ৭. আদিনাবাদ রহমতখানি ৮. আদিনাবাদ মোকামবাড়ি ৯. আদিনাবাদ তাজখানি ১০. আদিনবাদ ছাদেকখানি ১১. আদিনাবাদ সুন্দরখানি ১২. জালালনগর ১৩. কামারগ্রাম ১৪. দাহাল ১৫. দরগ্রাম ১৬. বাগবাড়ি ১৭. পল্লীশাসন ১৮. দেউলগ্রাম ১৯. পাতন ২০. কচকট খাঁ ২১. দত্তগ্রাম ২২. লাংলাকোনা ২৩. সাচান ২৪. সাচান চক ২৫. বিলুয়া ২৬. গোলাঘাট ২৭. নয়াগ্রাম ২৮. শিকারপুর ২৯. কাকুরা ৩০. নাটেশ্বর ৩১. তরং ৩২. দক্ষিণ নাটেশ্বর কুমারাইন ৩৩. মান্দারগ্রাম ৩৪. চক্রবানী ৩৫. রমশিদ ৩৬. জিড়খাই ৩৭. হাজরাপাড়া ৩৮. পইলগ্রাম ৩৯. সাফা ৪০. সাফাচক ৪১. দক্ষিণ হাজরাপাড়া বরই আইল ৪২. নোওয়াখানী

আয়তন ও জনসংখ্যা সম্পাদনা

আয়তনঃ ৩,৬৬৬ হেক্টর। জনসংখ্যাঃ- ৪২,৫০০ জন।

শিক্ষা সম্পাদনা

শিক্ষার হারঃ ৮০%

শিক্ষা প্রতিষ্ঠান

  • সরকারী প্রাথমিক বিদ্যালয় ২০ টি
  • রেজি: প্রাথমিক বিদ্যালয় ১টি
  • মাধ্যমিক বিদ্যালয় ২টি
  • নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ২টি
  • কে.জি.স্কুল ৫টি
  • মাদ্রাসা ৯টি
  • জামে মসজিদ ৬২টি
  • জামিয়া শায়খ জিয়া চারখাই

দর্শনীয় স্থান সম্পাদনা

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব সম্পাদনা

জনপ্রতিনিধি সম্পাদনা

বর্তমান চেয়ারম্যান— হোসেন মুরাদ চৌধুরী

চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং চেয়ারম্যানের নাম সময়কাল
০১ আব্দুল হান্নান চৌধুরী ১৯ মার্চ ১৯৫৯ - ২৪ মে ১৯৬০
০২ আব্দুল মন্নান চৌধুরী (ভারপ্রাপ্ত) ২৫ মে ১৯৬০ - ৩ জানুয়ারি ১৯৬১
০৩ হাজী আছদ্দর আলী ৪ জানুয়ারি ১৯৬১ - ২৩ জানুয়ারি ১৯৬৫
০৪ হাজী আছদ্দর আলী ২৪ জানুয়ারি ১৯৬৫ - ১৬ ডিসেম্বর ১৯৭১
০৫ মুজম্মিল আলী (রিলিফ) ১৭ ডিসেম্বর ১৯৭১ - ১২ ফেব্রুয়ারি ১৯৭৩
০৬ সুলতান আহমদ চৌঃ (প্রশাসনিক) ১৭ ডিসেম্বর ১৯৭১ - ৩ মার্চ ১৯৭৩
০৭ আব্দুল আজিজ চোধুরী ২৩ মার্চ ১৯৭৩ - ২ মার্চ ১৯৭৫
০৮ আব্দুল হান্নান চৌঃ(ভারপ্রাপ্ত) ৩ মার্চ ১৯৭৫ - ১ ফেব্রুয়ারি ১৯৭৬
০৯ আব্দুল হাছিব চৌধুরী ২ ফেব্রুয়ারি ১৯৭৬ - ১৫ মার্চ ১৯৭৭
১০ মুজম্মিল আলী ১৬ মার্চ ১৯৭৭ - ২৪ ফেব্রুয়ারি ১৯৮৪
১১ আব্দুল মুহিত চৌধুরী ২৫ ফেব্রুয়ারি ১৯৮৪ - ২২ মার্চ ১৯৮৮
১২ আব্দুল মুহিত চৌধুরী ২৩ মার্চ ১৯৮৮ ১৬ ফেব্রুয়ারি ১৯৯২
১৩ আব্দুল হাছিব চৌধুরী ১৭ ফেব্রুয়ারি ১৯৯২ - ১৩ মার্চ ১৯৯৭
১৪ আব্দুল মুহিত চৌধুরী ২২ মার্চ ১৯৯৭ ১৯ মার্চ ২০০৩
১৫ আব্দুল মুহিত চৌধুরী ২০ মার্চ ২০০৩ ১৭ আগস্ট ২০১১
১৬ মোঃ মাহমুদ আলী ১৮ আগস্ট ২০১১ - ২৫ জানুয়ারী ২০২২
১৭ হোসেন মুরাদ চৌধুরী ২৬ জানুয়ারী ২০২২ - চলমান

ক্রীড়া ও সমাজ কল্যান সংগঠন সম্পাদনা

  • চারখাই সেবা সংঘ, রেজি নং ১০৩৬/২০০৭

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Union Parishad List"Local Government Engineering Department (LGED)। ৫ আগস্ট ২০১২। ৫ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৯ 
  2. "চারখাই ইউনিয়ন পরিষদ"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৯ 
  3. "বিয়ানীবাজার উপজেলা"বাংলাপিডিয়া। ২৪ ফেব্রুয়ারি ২০১৫। ২ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৯ 

বহিঃসংযোগ সম্পাদনা