চন্দ্রলোকে অভিযান

চন্দ্রলোকে অভিযান (ফরাসি: Objectif Lune) দুঃসাহসী টিন‌টিন সিরিজের ষোড়শ বই। ১৯৫০ সালে এই বই লেখা শুরু হয়। ১৯৫৩ সালে এই বই প্রকাশিত হয়। এই বইটিতে কল্প বিজ্ঞানমুলক কাজ দেখানো হয়েছে।

চন্দ্রলোকে অভিযান
(Objectif Lune)
তারিখ১৯৫৩
সিরিজদুঃসাহসী টিন‌টিন
প্রকাশককাস্টরম্যান
সৃজনশীল দল
উদ্ভাবকরাএর্জে
মূল প্রকাশনা
প্রকাশিত হয়েছিলটিনটিন ম্যাগাজিন
প্রকাশনার তারিখ৩০শে মার্চ, ১৯৫০ - ৭ই সেপ্টেম্বর, ১৯৫০ / ২রা এপ্রিল ১৯৫২ - ২২শে অক্টোবর ১৯৫২
ভাষাফরাসি
আইএসবিএন৯৭৮-২-২০৩-০০১১৫-২
অনুবাদ
প্রকাশকআনন্দ পাবলিশার্স
তারিখ১৯৯৫
অনুবাদকনীরেন্দ্রনাথ চক্রবর্তী
কালপঞ্জি
পূর্ববর্তীকালো সোনার দেশে (১৯৫০)
পরবর্তীচাঁদে টিনটিন (১৯৫৪)

গল্প সম্পাদনা

টিনটিনক্যাপ্টেন হ্যাডক, প্রফেসর ক্যালকুলাসের আমন্ত্রণে সিল্ডাভিয়ায় আসেন। এরপর চন্দ্রাভিযান প্রকল্প ব্যাপারে তারা জানতে পারেন। ক্যালকুলাসের এই বিরাট কান্ডে দুজন প্রধান সহযোগীর নাম উলফ ও ব্যক্সটার। ইতিমধ্যে এই প্রকল্পের উপর গুপ্তচরগিরী শুরু হয়। তদন্ত করতে গিয়ে গুলিতে আহত হয় টিনটিন। অবশেষে সব বাধা কাটিয়ে চন্দ্রাভিযানে রওনা দেন ক্যালকুলাস ও তার সাথীরা। ভুলক্রমে তাদের সাথে রওনা দেয় জনসন আর রনসনও। কিন্তু পৃথিবীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। তারপর কি হয় জানা যায় চাঁদে টিনটিন কাহিনীতে।

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা