চন্দ্রবংশ (মহাভারত)
চন্দ্রবংশ (সংস্কৃত: चन्द्रवंशा, আইএএসটি: Candravaṃśā) হল ক্ষত্রিয় বর্ণের কিংবদন্তির প্রধান কেন্দ্র, বা যোদ্ধা-শাসক বর্ণ যা প্রাচীন ভারতীয় গ্রন্থে উল্লেখ করা হয়েছে। এই কিংবদন্তি রাজবংশটি দেবতা সোম বা চন্দ্রের বংশধর বলে বলা হয়।[১]
চন্দ্রবংশ | |
---|---|
রাজধানী | মথুরা, হস্তিনাপুর |
প্রচলিত ভাষা | সংস্কৃত |
ধর্ম | হিন্দুধর্ম |
সরকার | রাজতন্ত্র |
রাজশাসক |
হিন্দু দেবতা কৃষ্ণ চন্দ্র রাজবংশের যদুবংশ শাখায় জন্মগ্রহণ করেছিলেন বলে মনে করা হয়। চন্দ্রবংশ রাজবংশের রাজধানী ছিলো মথুরা, হস্তিনাপুর।
কিংবদন্তি
সম্পাদনাশতপথ ব্রাহ্মণ অনুসারে, পুরূরবা ছিলেন দেবতা বুধের পুত্র (প্রায়শই সোমের পুত্র হিসাবে বর্ণনা করা হয়) এবং লিঙ্গ পরিবর্তনকারী দেবতা ইলা (মনুর কন্যা হিসেবে জন্মগ্রহণ করেন)।[২] পুরূরবার প্রপৌত্র ছিলেন যযাতি, যাঁর যদু, তুর্বাশু, দ্রুহ্যু, অনু ও পুরু নামে পাঁচজন পুত্র ছিল। এগুলো বেদে বর্ণিত পাঁচটি বৈদিক উপজাতির নাম বলে মনে হয়।[৩]
মহাভারত অনুসারে, রাজবংশের পূর্বপুরুষ ইলা প্রয়াগ থেকে শাসন করতেন এবং তার একটি পুত্র শশবিন্দু ছিল যিনি বাহ্লিক দেশে শাসন করতেন।[৪] ইলা ও বুধের পুত্র ছিলেন পুরূরবা যিনি সমগ্র পৃথিবীর প্রথম চন্দ্রবংশ রাজা হয়েছিলেন। ইলার বংশধররাও ঐল নামে পরিচিত ছিল।[৫]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Paliwal, B. B. (২০০৫)। Message of the Purans। Diamond Pocket Books Ltd। পৃষ্ঠা 21। আইএসবিএন 978-8-12881-174-6।
- ↑ Thapar 2013, পৃ. 308।
- ↑ A. K. Warder (১৯৭২)। An Introduction to Indian Historiography। Popular Prakashan। পৃষ্ঠা 21–22।
- ↑ Doniger, Wendy (১৯৯৯)। Splitting the difference: gender and myth in ancient Greece and India। University of Chicago Press। পৃষ্ঠা 273। আইএসবিএন 978-0-226-15641-5। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১১।
- ↑ Encyclopaedia of the Hindu world, Volume 1 By Gaṅgā Rām Garg