চন্দ্রঘোনা ইউনিয়ন
চন্দ্রঘোনা বাংলাদেশের রাঙ্গামাটি জেলার অন্তর্গত কাপ্তাই উপজেলার একটি ইউনিয়ন।
চন্দ্রঘোনা | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে চন্দ্রঘোনা ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°২৯′৫৯″ উত্তর ৯২°৮′১৭″ পূর্ব / ২২.৪৯৯৭২° উত্তর ৯২.১৩৮০৬° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | রাঙ্গামাটি জেলা |
উপজেলা | কাপ্তাই উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | মোহাম্মদ আনোয়ারুল ইসলাম চৌধুরী |
আয়তন | |
• মোট | ৪৯.২১ বর্গকিমি (১৯.০০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১৯,৬৮০ |
• জনঘনত্ব | ৪০০/বর্গকিমি (১,০০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৭৭.০৭% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৫৩১ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট ![]() |
আয়তন
সম্পাদনাচন্দ্রঘোনা ইউনিয়নের আয়তন ১২,১৬০ একর (৪৯.২১ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী ইউনিয়নের জনসংখ্যা ৯,১৯৩জন। এর মধ্যে ৬,৯০৯জন মুসলিম, ৯৮৮জন বৌদ্ধ, ৯৪৪জন হিন্দু, ৩৪৫জন খ্রিস্টান ও ৯জন অন্যান্য ধর্মের অনুসারী। [২]
অবস্থান ও সীমানা
সম্পাদনাকাপ্তাই উপজেলার পশ্চিমাংশে চন্দ্রঘোনা ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৫ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে ওয়াজ্ঞা ইউনিয়ন; পূর্বে ওয়াজ্ঞা ইউনিয়ন, কর্ণফুলি নদী ও রাইখালী ইউনিয়ন; দক্ষিণে কর্ণফুলী নদী, চিৎমরম ইউনিয়ন ও রাইখালী ইউনিয়ন এবং পশ্চিমে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন ও হোসনাবাদ ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাচন্দ্রঘোনা ইউনিয়ন কাপ্তাই উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম কাপ্তাই থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৯নং নির্বাচনী এলাকা পার্বত্য রাঙ্গামাটি এর অংশ।
ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:
ওয়ার্ড নং | গ্রামের নাম |
---|---|
১নং ওয়ার্ড | বড়ইছড়ি, কলেজ এলাকা, ফরেস্ট অফিস, মিতিঙ্গছড়ি, মারমা পাড়া, শৈশব এলাকা, বারঘোনিয়া গেইট |
২নং ওয়ার্ড | তালুকদার পাড়া, তঞ্চঙ্গ্যা পাড়া |
৩নং ওয়ার্ড | কয়লার ডিপু, হরি মন্দির কলোনী |
৪নং ওয়ার্ড | কেপিএম |
৫নং ওয়ার্ড | কলাবাগান কেপিএম |
৬নং ওয়ার্ড | বারঘোনিয়া কেপিএম |
৭নং ওয়ার্ড | বারঘোনিয়া কেপিএম |
৮নং ওয়ার্ড | কলাবাগান কেপিএম |
৯নং ওয়ার্ড | থানাঘাট, মিশন এলাকা |
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনাচন্দ্রঘোনা ইউনিয়নের সাক্ষরতার হার ৭৭.০৭%।[১] এ ইউনিয়নে ১টি সরকারি কলেজ, ১টি স্কুল এন্ড কলেজ, ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ৪টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- কলেজ
- স্কুল এন্ড কলেজ
- মাধ্যমিক বিদ্যালয়
- মাদ্রাসা
- প্রাথমিক বিদ্যালয়
- কে আর সি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বারঘোনিয়ামুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বারঘোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ব্যাপটিস্ট মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাচন্দ্রঘোনা ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক চট্টগ্রাম-কাপ্তাই সড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়। এছাড়া এ ইউনিয়নের অন্যান্য প্রধান সড়কের মধ্যে রয়েছে লিচুবাগান-কেপিএম-বারঘোনিয়া সড়ক। এ সড়কের প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।[৮]
খাল ও নদী
সম্পাদনাচন্দ্রঘোনা ইউনিয়নের দক্ষিণ-পূর্ব সীমান্ত দিয়ে প্রবাহিত হচ্ছে কর্ণফুলী নদী।[৯]
হাট-বাজার
সম্পাদনাচন্দ্রঘোনা ইউনিয়নের প্রধান প্রধান হাট-বাজারগুলো হল কলাবাগান বাজার, বারঘোনিয়া বাজার, বারঘোনিয়া গেট বাজার এবং বারঘোনিয়া সিনেমা হল বাজার।[১০]
দর্শনীয় স্থান
সম্পাদনা- কর্ণফুলী কাগজ কল
- চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান মিশন হাসপাতাল
জনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ আনোয়ারুল ইসলাম চৌধুরী[১১]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "কাপ্তাই উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ https://bbs.portal.gov.bd/site/page/b432a7e5-8b4d-4dac-a76c-a9be4e85828c
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৭ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৮।
- ↑ ক খ "কলেজ - ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন - ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন"। chandraghonaup.rangamati.gov.bd।
- ↑ "মাধ্যমিকবিদ্যালয় - ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন - ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন"। chandraghonaup.rangamati.gov.bd।
- ↑ "মাদ্রাসা - ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন - ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন"। chandraghonaup.rangamati.gov.bd।
- ↑ http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=414&thana=41408&union=01[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন-"। chandraghonaup.rangamati.gov.bd। ১৮ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৮।
- ↑ "খাল ও নদী - ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন - ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন"। chandraghonaup.rangamati.gov.bd। ১৮ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৮।
- ↑ ক খ "এক নজরে চন্দ্রঘোনা - ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন - ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন"। chandraghonaup.rangamati.gov.bd। ২৬ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৮।
- ↑ "চেয়ারম্যান প্রোফাইল - ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন - ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন"। chandraghonaup.rangamati.gov.bd। ১৯ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৮।