চতুর্থ মাত্রা

শহীদুল জহির রচিত বাংলা (একাঙ্কিকা) গল্প

"চতুর্থ মাত্রা" বাংলাদেশী লেখক শহীদুল জহির রচিত ছোটগল্প। ১৯৯৮ সালে রচিত গল্পটি ১৯৯৯ সালে ডুমুরখেকো মানুষ ও অন্যান্য গল্প শিরোনামে জহিরের দ্বিতীয় গল্পসংকলনে প্রকাশিত হয়। পূর্বে গল্পটি কায়সুল হক সম্পাদিত শৈলী মাসিক সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়েছিল।[] ছোটগল্প হিসেবে প্রকাশিত হলেও চতুর্থ মাত্রা মূলত একটি একাঙ্কিকা নাট্য।

"চতুর্থ মাত্রা"
লেখকশহীদুল জহির
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
বর্গছোটগল্প
প্রকাশিত হয়ডুমুরখেকো মানুষ ও অন্যান্য গল্প (১৯৯৯)
প্রকাশনার ধরনসংকলন
প্রকাশকমাওলা ব্রাদার্স
মাধ্যমছাপা (শক্তমলাট)
প্রকাশনার তারিখ১৯৯৯
পূর্ববর্তী রচনা"ধুলোর দিনে ফেরা (১৯৯৯)"
পরবর্তী রচনা"কোথায় পাব তারে (২০০৪)"

পটভূমি

সম্পাদনা

গল্পের পটভূমি মূলত সময়ের চতুর্মাত্রিক ক্ষেত্রের পরিপ্রেক্ষিতে আবদুল করিম নামের এক অবিবাহিত ব্যক্তির প্রাত্যহিক জীবনাচারের পুনরাবৃত্তিক উপস্থাপনা।[] গল্পের আখ্যান রচিত হয়েছে ক্রিয়াপদের সম্পূর্ণ ভবিষ্যৎ কাল প্রয়োগের মাধ্যমে।[] জীবনের স্বাভাবিক ছন্দ, ব্যক্তিক-পারিবারিক-সামাজিক-সাংস্কৃতিক দায়-দায়িত্ব থেকে বিচ্ছিন্ন আবদুল করিমকে দেখানো হয়েছে।[] একই আবদুল করিম চরিত্র পাওয়া যায় ১৯৯৯ সালে রচিত তার "কোথায় পাব তারে" গল্পে, যেটি ডলু নদীর হাওয়া ও অন্যান্য গল্প (২০০৪) বইয়ে সংকলিত হয়েছে। "কোথায় পাব তারে" গল্পে আবদুল করিমের তরুণ বয়সের প্রসঙ্গ জানা যায়। অন্যভাবে "চতুর্থ মাত্রা" গল্পটি "কোথায় পাব তারে" গল্পের সিক্যুয়াল হিসেবেও ভাবা যেতে পারে।[]

অভিযোজন‎

সম্পাদনা

"চতুর্থ মাত্রা" গল্প অবলম্বনে একই শিরোনামে নুরুল আলম আতিক ২০০১ সালে টেলিভিশন চলচ্চিত্র নির্মাণ করেন। যেখানে আবদুল করিম চরিত্রে অভিনয় করেছিলেন জয়ন্ত চট্টোপাধ্যায়। এছাড়াও অভিনয়ে ছিলেন তমালিকা কর্মকার, ফজলুর রহমান বাবু, সোনিয়া জাফর। চলচ্চিত্রটি ২০০২ সালে তিনটি বিভাগে মেরিল-প্রথম আলো সমালোচক পছন্দ পুরস্কার জিতেছে।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. দীপ, কুমার (২৩ মার্চ ২০১৮)। "অপরূপ শহীদুল জহির"এনটিভি। ১৪ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২১ 
  2. হাবিব, তাশরিক-ই- (ডিসেম্বর ২০১২)। "'চতুর্থ মাত্রা' : ছোটগল্প ও একাঙ্কিকার" (পিডিএফ)বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি পত্রিকাবাংলাদেশ এশিয়াটিক সোসাইটি৩০। ১৫ জানুয়ারি ২০২১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২১ 
  3. হোসেন, মোজাফফর (১৬ অক্টোবর ২০১৭)। "শহীদুল জহিরের প্রবণতা ও স্বকীয়তা"ঢাকা: বাংলা ট্রিবিউন। ১২ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২১ 
  4. টিপু, মাহবুব। "শহীদুল জহির ও গভীরভাবে অচল মানুষের ভার"। রাইজিংবিডি.কম। ১১ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২১ 
  5. Raihan, Siam (৫ আগস্ট ২০১৯)। "Atique's upcoming film Manusher Bagan unveils poster"Dhaka Tribune। ৫ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১৯