চণ্ডীপাশা ইউনিয়ন, পাকুন্দিয়া

কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার একটি ইউনিয়ন


একনজরে চন্ডিপাশা ইউনিয়ন এক নজরে ৯নং চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের তথ্যাবলি:

ত্রুমিকনং নাম বিবরণ
ইউনিয়নেরনাম ৯নং চন্ডিপাশা ইউনিয়ন পরিষদ।
আয়তন
লোকসংখ্যা   নিবন্ধদিত লোক সংখ্যা-২৮১৭৪জন।
ভোটারসংখ্যা ১। পুরুষসংখ্যা-১৪,২৯৫জন।

২। নারীসংখ্যা-১৩,৮৭৯জন।

গ্রামেরসংখ্যা ৭টি।
মৌজারসংখ্যা ৬টি
খানারসংখ্যা ৫৪০৯টি।
মোটজমি ৩,৩৮৮একর।
শিক্ষিতেরহার ৬০%।
১০ উচ্চবিদ্যালয় ১টি।
১১ বালিকাদাখিলমাদ্রাসা ১টি।
১২ আলিমমাদ্রাসা ১টি।
১৩ বড়খেলারমাঠ ১টি (কোদালিয়াএস.আই. উচ্চ বিদ্যালয় খেলার মাঠ)
১৪ হাটবাজার ৭টি।
১৫ স্বাস্থকেন্দ্র ২টি।
১৬ সারকারীদাতব্যচিকিৎলায় ১টি।
১৭ জন্মহার ২.৫%।
১৮ প্রধানউৎপাদনফসল ধান।
১৯ সরকারীপ্রাথমিকবিদ্যালয় ৭টি।
২০ বেসরকারীরেজিষ্টারপ্রাথমিকবিদ্যালয় ৬টি।
২১ এবতেদায়ীমাদ্রাসা ২৩টি।
২২ জামেমসজিদ ৪৩টি।
২৩ ইউনিয়নভূমিঅফিস ১টি।
২৪ নদীরসংখ্যা ১টি।
২৫ খালেরসংখ্যা ৬টি।
২৬ বিলেরসংখ্যা ৬টি।
২৭ সরকারীগভীরনলকূপ ২৪৫টি ও বেসরকারীগভীরনলকূপ-২০টি।
২৮ ব্যাক্তিমালিকানাধীননলকূপ ৪০৬টি।
২৯ পুকুরসংখ্যা ১৮৩টি।
৩০ হাঁস-মুরগীরখামার ২০টি।
৩১ সাধারণখেলারমাঠ ১৪টি।
৩২ পাঁকারাস্তা ১০ কিলোমিটার।
৩৩ কাঁচারাস্তা ৫০ কিলোমিটার।
৩৪ পাঁকা/অর্ধপাকাবাড়ি ৩৩৮টি।
৩৫ পাওয়ারটিলার ২৪টি।
৩৬ রাইছমিল ২২টি।
৩৭ ব্রীজকালভার্ট ২০টি।
৩৮ রিং-কালভার্ট ৩০৪টি।
৩৯ মুক্তিযোদ্ধা ১৬জন।
৪০ শহীদমুক্তিযোদ্ধা ৭জন।
৪১ ঈদগাহ্মাঠ ১৯টি।
৪২ হিন্দুপরিবার ১৪টি।
৪৩ মুচিপরিবার(রবিদাস) ২০টি।
৪৪ কসাইপরিবার ১০টি।
৪৫ গ্রামপ্রতিরক্ষাদল(পুরুষ) ৭জন।
৪৬ গ্রামপ্রতিরক্ষাদল(মহিলা) ৭জন।
৪৭ উন্নতজাতেরগবাদিপুশু ৭টি।
৪৮ যুবসমিতি ৪টি।
৪৯ সমবায়সমিতি ৪টি।
৫০ ডাকঘর ১টি।
৫১ স্যানিটেশনেরআওতাভূক্ত(পরিবর্তনশীল)   ৪০%।
৫২ যাত্রীছাইনী   ১টি।
৫৩ স্ব-মিল ১টি।
৫৪ বরফকল ১টি।
৫৫ কোল্ডস্টোরেজ ১টি।
৫৬ কুটিরশিল্প ১০০টি পরিবার।
৫৭ পল্টিফার্ম ২০টি।
৫৮ মৎস্যখামার ৫০টি।
৫৯ কৃত্রিমপ্রজননকেন্দ্র ১টি।
৬০ গ্রুপসেন্টার ১টি।
৬১ ইটেরভাটা ২টি।
৬২ হাটবাজারেরসংখ্যা ৪টি।
৬৩ কবরস্থান   ৫০টি।
৬৪ ডিসলাইন ৪০০টি।
৬৫ এনজিও ৭টি।
৬৬ ক্লাব/সমিতি ৮টি।
চন্ডিপাশা
ইউনিয়ন
৯নং চন্ডিপাশা ইউনিয়ন পরিষদ
চন্ডিপাশা ঢাকা বিভাগ-এ অবস্থিত
চন্ডিপাশা
চন্ডিপাশা
চন্ডিপাশা বাংলাদেশ-এ অবস্থিত
চন্ডিপাশা
চন্ডিপাশা
বাংলাদেশে চণ্ডীপাশা ইউনিয়ন, পাকুন্দিয়ার অবস্থান
স্থানাঙ্ক: ২৪°১৯′৫৫″ উত্তর ৯০°৪০′৫৯″ পূর্ব / ২৪.৩৩১৯৪° উত্তর ৯০.৬৮৩০৬° পূর্ব / 24.33194; 90.68306 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাকিশোরগঞ্জ জেলা
উপজেলাপাকুন্দিয়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

চন্ডিপাশা ইউনিয়ন বাংলদেশের ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার একটি ইউনিয়ন[১][২]

অবস্থান ও সীমানা সম্পাদনা

আয়তন    ১৩.৬২ কিলোমিটার।

ইতিহাস সম্পাদনা

ইংরেজ শাসনামলে চন্ডিদাশ নামে এক হিন্দু জমিদার এই অঞ্চলে আধিপত্য বিস্তার করেছিলেন। তৎকালীন সময়ে তার অনেক প্রভাব প্রতিপত্তি ছিল। এই জমিদারের নামানুসারে গ্রমটির নাম করন করা হয়েছিল চন্ডিপাশা।

প্রশাসনিক এলাকা সম্পাদনা

ক্রমিক নং ওয়ার্ড নং গ্রামের নাম
০১ শৈলজানী
০২ বড় আজলদী
০৩ চন্ডিপাশা
০৪ ষাইটকাহন
০৫ ঘাগড়া
০৬ ঘাগড়া
০৭ কোদালিয়া
০৮ কোদালিয়া
০৯ চিলাকাড়া

আয়তন ও জনসংখ্যা সম্পাদনা

মোট                       
৩১,৯৮৩
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
জন্ম নিবন্ধন অবস্থার প্রতিবেদন
চন্ডি পাশা
তারিখ৫-আগস্ট-২০১৭
স্থান শিশু প্রাপ্ত বয়স্ক মোট
পুরুষ % নারী % মোট % পুরুষ % নারী % মোট %
Ward - 1 ৪৩২ ৪৮.২৭ ৪৬৩ ৫১.৭৩ ৮৯৫ ২৭.৪৬ ১,২২৯ ৫১.৯৯ ১,১৩৫ ৪৮.০১ ২,৩৬৪ ৭২.৫৪ ৩,২৫৯
Ward - 2 ৫১৭ ৪৮.৫৪ ৫৪৮ ৫১.৪৬ ১,০৬৫ ২৮.০৩ ১,৩৭৬ ৫০.৩৩ ১,৩৫৮ ৪৯.৬৭ ২,৭৩৪ ৭১.৯৭ ৩,৭৯৯
Ward - 3 ৬৬১ ৫০.০০ ৬৬১ ৫০.০০ ১,৩২২ ২৯.৫২ ১,৬০২ ৫০.৭৬ ১,৫৫৪ ৪৯.২৪ ৩,১৫৬ ৭০.৪৮ ৪,৪৭৮
Ward - 4 ৫৮২ ৫০.২২ ৫৭৭ ৪৯.৭৮ ১,১৫৯ ৩১.০৩ ১,২৯০ ৫০.০৮ ১,২৮৬ ৪৯.৯২ ২,৫৭৬ ৬৮.৯৭ ৩,৭৩৫
Ward - 5 ৫২৩ ৪৮.১৬ ৫৬৩ ৫১.৮৪ ১,০৮৬ ৩১.৪২ ১,১৮৬ ৫০.০৪ ১,১৮৪ ৪৯.৯৬ ২,৩৭০ ৬৮.৫৮ ৩,৪৫৬
Ward - 6 ৩৬৭ ৫১.১১ ৩৫১ ৪৮.৮৯ ৭১৮ ২৬.৬৬ ১,০০৮ ৫১.০৪ ৯৬৭ ৪৮.৯৬ ১,৯৭৫ ৭৩.৩৪ ২,৬৯৩
Ward - 7 ৬৮৭ ৪৮.৯৩ ৭১৭ ৫১.০৭ ১,৪০৪ ২৯.৯৫ ১,৭০৬ ৫১.৯৫ ১,৫৭৮ ৪৮.০৫ ৩,২৮৪ ৭০.০৫ ৪,৬৮৮
Ward - 8 ৪৯২ ৪৯.৯০ ৪৯৪ ৫০.১০ ৯৮৬ ২৯.৭৪ ১,২০২ ৫১.৬১ ১,১২৭ ৪৮.৩৯ ২,৩২৯ ৭০.২৬ ৩,৩১৫
Ward - 9 ৪০৫ ৫১.৪০ ৩৮৩ ৪৮.৬০ ৭৮৮ ৩০.৭৮ ৯০২ ৫০.৯০ ৮৭০ ৪৯.১০ ১,৭৭২ ৬৯.২২ ২,৫৬০
মোট ৪,৬৬৬ ৪৯.৫২ ৪,৭৫৭ ৫০.৪৮ ৯,৪২৩ ২৯.৪৬ ১১,৫০১ ৫০.৯৮ ১১,০৫৯ ৪৯.০২ ২২,৫৬০ ৭০.৫৪ ৩১,৯৮৩
 আয়তন - ৩৩৪৪ মোট জনসখ্যা - ২১১৩৯

শিক্ষা সম্পাদনা

শিক্ষার হার :

শিক্ষা প্রতিষ্ঠান  :

HIGH SCHOOL  :কোদালিয়া সহরুল্লাহ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়

দর্শনীয় স্থান সম্পাদনা

চন্ডিদাশের মঠ ও বাড়ি কীভাবে যাওয়া যায়

চন্ডিপাশা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন থেকে ১৫০ গজ দক্ষিণে উক্ত স্থানের অবস্থান। পাকুন্দিয়া-কিশোরগঞ্জ সংযোগ সড়কের পাশ্বে অবস্থিত।

বিস্তারিত

ইংরেজ শাসনামলে চন্ডিদাশ নামে এক হিন্দু জমিদার এই অঞ্চলে আধিপত্য বিস্তার করেছিলেন। তৎকালীন সময়ে তার অনেক প্রভাব প্রতিপত্তি ছিল। এই জমিদারের নামানুসারে গ্রমটির নাম করন করা হয়েছিল চন্ডিপাশা। জনকল্যানর্থে চন্ডিদাশ রেজিষ্টারী দলীল মূলে পরিষদের নামে জমি দান করেন। স্থান দাতার নামানুসারে পরিষদের নাম করন করা হয় "চন্ডিপাশা ইউনিয়ন পরিষদ"।

চন্ডিদাশের মৃত্যুরপর এখানে তাদের স্মৃতিসরূপ ইংরেজি ১৯২০, বাংলা ১৩২৬ সনে নির্মিত দুইটি মঠ বিদ্যমান আছে। ইউনিয়ন পরিষদের সন্নিকটে তাঁর বাড়ীর পুরাতন দালান-কোঠা কালের স্বাক্ষী হিসেবে ব্যিমান।

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব সম্পাদনা

প্রখ্যাত ব্যাক্তি কৃত্তি গ্রাম
মরহুম সহরুল্লাহ কোদালিয়া এস,আই, উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতা কোদালিয়া
বিজ্ঞানী হুমায়ুন কবীর পাইলট বিহীন বিমানের আবিষ্কারক বড় আজলদী

জনপ্রতিনিধি সম্পাদনা

বর্তমান চেয়ারম্যান-

চেয়ারম্যানগণের তালিকা
ক্রমিক নাম মেয়াদ
০১ মোঃ শামস উদ্দিন ২০১৬-২০২১
০২ মোঃ শামস উদ্দিন ২০২২-২০২৭
০৩
০৪
০৫
০৬
০৭

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "চন্ডিপাশা ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২০ 
  2. "পাকুন্দিয়া উপজেলা"বাংলাপিডিয়া। ৯ ফেব্রুয়ারি ২০১৫। ১ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২০ 


চণ্ডিপাশা ভূঞা বাড়ি, মরহুম ছোলায়মান ভূঞা,মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক এন এস আই সহকারী পরিচালক সম্পাদনা

ঐতিহাসিক ও কৃষিসমৃদ্ধ অঞ্চল। 42.0.7.225 (আলাপ) ১২:৪৮, ৩ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

জনাব মোহাম্মদ আতাউর রহমান ভূঞা, সহকারী অধ্যাপক, পাকুন্দিয়া আদর্শ মহিলা কলেজ, কিশোরগঞ্জ। সম্পাদনা

বাংলা সাহিত্য ও বাংলা ব্যাকরণে বিশেষজ্ঞ। 42.0.7.225 (আলাপ) ১২:৫২, ৩ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]