চট্টগ্রাম বোট ক্লাব
চট্টগ্রামের বোট ক্লাব
চট্টগ্রাম বোট ক্লাব বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামের একটি বোট ক্লাব। এটি ১৯৮৬ সাল থেকে একটি আভিজাত্য সাগরমুখী পর্যটন কেন্দ্র হিসেবে বিভিন্ন ক্লাব সুবিধা প্রদান করে আসছে।[২]
গঠিত | ১৯৮৬ |
---|---|
প্রতিষ্ঠাতা | সুলতান আহমেদ |
প্রতিষ্ঠাস্থান | চট্টগ্রাম |
ধরন | ক্লাব |
আইনি অবস্থা | সক্রিয় |
উদ্দেশ্য | জলজক্রীড়াসহ ক্লাব সুবিধা |
সদরদপ্তর | চট্টগ্রাম, বাংলাদেশ |
অবস্থান |
|
স্থানাঙ্ক | ২২°১৫′৫৪″ উত্তর ৯১°৪৯′৪৬″ পূর্ব / ২২.২৬৫১১৩৩° উত্তর ৯১.৮২৯৪৬০৫° পূর্ব |
যে অঞ্চলে | চট্টগ্রাম |
মালিক | বাংলাদেশ নেভাল একাডেমি |
সভাপতি | মোহাম্মদ নাজমুল হাসান[১] |
ওয়েবসাইট | www |
অবস্থান
সম্পাদনাচট্টগ্রাম বোট ক্লাব পতেঙ্গা থানার মেরিন একাডেমী জেটির পাশে ২.১ একর (০.৮৫ হেক্টর) জমির উপর অবস্থিত। বাংলাদেশ নৌবাহিনী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে জমিটি ইজারা নেয়।[৩]
ইতিহাস
সম্পাদনা১৯৯০ সালের আগস্ট মাসে[৩] প্রাক্তন নৌবাহিনী প্রধান সুলতান আহমেদ ক্লাবটি উদ্বোধন করেন।[৪][৫]
পরিচালনা পর্ষদ
সম্পাদনাবাংলাদেশ নৌবাহিনীর প্রধান ক্লাবটির সভাপতি হন এবং বাংলাদেশ নেভি ফ্লোটিলার উচ্চপদস্থ নৌসেনাপতি সহ-সভাপতি হন। পরবর্তীতে ক্লাবটির সহ-সভাপতি হন চট্টগ্রামের উচ্চপদস্থ নৌসেনাপতি।[৩]
চিত্রশালা
সম্পাদনা-
সম্মেলন হল
-
সম্মেলন হল
-
চট্টগ্রাম বোট ক্লাব
-
অতিথিশালা
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ"। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২৭।
- ↑ চিঠিপত্র, কর্মী (২০১৩-০৫-১৮)। "আজ এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর প্রথম সূচনা অনুষ্ঠান"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৫-০৮।
- ↑ ক খ গ "চট্টগ্রাম বোট ক্লাবের ইতিহাস"। সংগ্রহের তারিখ ২০২২-০৫-০৮।
- ↑ "ওয়েস্টার্ন মেরিন চট্টগ্রাম বোট ক্লাবকে যাত্রীবাহী জাহাজ হস্তান্তর করেছে"। দ্য ডেইলি স্টার। ২০১৮-০৭-০৮। সংগ্রহের তারিখ ২০২২-০৫-০৮।
- ↑ বিএসএস, চট্টগ্রাম (২০১১-০৩-০৯)। "চট্টগ্রাম বোট ক্লাবের জন্য ৫০জন যাত্রী বহনক্ষম জাহাজ নির্মাণ করা হবে"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৫-০৮।