চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সংক্ষেপে চাকসু নামে পরিচিত। শিক্ষার্থীদের শিক্ষার মান, নেতৃত্ব প্রদান ও অধিকার সম্পর্কে তাদের মতপ্রকাশের জন্য ১৯৬৬ সালে চাকসু প্রতিষ্ঠিত হয়।[১]

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)
চাকসু ভবন
সংক্ষেপেচাকসু
গঠিত১৯৬৬
সদরদপ্তরচাকসু ভবন
অবস্থান

চাকসু নির্বাচন সম্পাদনা

পদাধিকারবলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চাকসু -এর সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। সদস্যরা সরাসরি ভোট দিয়ে সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) এবং অন্যান্য পদ নির্বাচন করেন।[২] ১৯৬৬ সালে প্রতিষ্ঠার পরে এখন পর্যন্ত মোট ৬ বার চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রথম ছাত্র সংসদ নির্বাচন হয় ১৯৭০ সালে। সর্বশেষ ১৯৯০ সালে নির্বাচনের পর এ ছাত্র সংসদের নির্বাচন ৩৪ বছর ধরে বন্ধ আছে।[৩]

চাকসু নেতৃবৃন্দের তালিকা সম্পাদনা

ক্রমিক সাল ভিপি ছাত্র সংগঠন জিএস ছাত্র সংগঠন
১৯৭০ মোহাম্মদ ইব্রাহিম আব্দুর রব
১৯৭২ শমসুজ্জামান হীরা মাহমুদুর রহমান মান্না
১৯৭৪ এসএম ফজলুল হক গোলাম জিলানী চৌধুরী
১৯৭৯ মাজহারুল শাহ চৌধুরী জমির চৌধুরী
১৯৮১ জসিম উদ্দিন সরকার আবদুল গাফফার
১৯৯০ নাজিম উদ্দিন জাতীয় ছাত্রলীগ আজিম উদ্দিন বাসদ ছাত্রলীগ (সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট)

তথ্যসূত্র: সম্পাদনা

  1. "চাকসু নির্বাচন হয়নি ২৪ বছর"jugantor.com। দৈনিক যুগান্তর। ২২ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "২৭ বছর ধরে বহাল চাকসুর কমিটি!"prothomalo.com। দৈনিক প্রথম আলো। ১২ অক্টোবর ২০১৭। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৯ 
  3. jugantor.com। "চাকসু নির্বাচন হয়নি ২৪ বছর"। সংগ্রহের তারিখ ২০১৯-০১-২৯  অজানা প্যারামিটার |3= উপেক্ষা করা হয়েছে (সাহায্য); অজানা প্যারামিটার |4= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]