চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্র

বাংলাদেশের একটি বিদ্যুৎকেন্দ্র

চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্র বা রাউজান তাপবিদ্যুৎ কেন্দ্র হলো বাংলাদেশের একটি গ্যাসচালিত তাপ বিদ্যুৎ কেন্দ্র। এটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দ্বারা পরিচালিত ও এর মালিকানাধীন। চট্টগ্রাম শহর থেকে ২৫ কিলোমিটার (১৬ মাইল) উত্তর-পূর্বে চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের দক্ষিণ দিকে চট্টগ্রাম জেলা রাউজান উপজেলায় অবস্থিত। এখানে দুটি ইউনিট এর উৎপাদন ক্ষমতা ২১০ মেগাওয়াট করে (২×২১০)। ফেণী গ্যাস ক্ষেত্র থেকে এই বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ করা হয়।[১][২]

চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্র
মানচিত্র
দেশবাংলাদেশ
অবস্থানপাহাড়তলী, রাউজান, চট্টগ্রাম
স্থানাঙ্ক২২°২৭′৩৫″ উত্তর ৯১°৫৮′৪৪″ পূর্ব / ২২.৪৫৯৭২° উত্তর ৯১.৯৭৮৮৯° পূর্ব / 22.45972; 91.97889
অবস্থাসক্রিয়
কমিশনের তারিখ৩১ জুলাই ১৯৯৩
মালিকবাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
তাপ বিদ্যুৎ কেন্দ্র
প্রধান জ্বালানিপ্রাকৃতিক গ্যাস
বিদ্যুৎ উৎপাদন
কর্মক্ষম একক২ X ২১০ মেগাওয়াট
তৈরি ও মডেলডং ফেঙ
নামফলক ধারণক্ষমতা৪২০ মেগাওয়াট

ইতিহাস সম্পাদনা

১৯৯০ সালে বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ শুরু হয়। ১৯৯৩ সালে এর নির্মাণ শেষ হয়। চীনের জাতীয় যন্ত্রপাতি ও সরঞ্জাম আমদানি ও রপ্তানি কর্পোরেশনের সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটি নির্মিত হয়।[৩]

প্রযুক্তিগত বৈশিষ্ট্য সম্পাদনা

২০০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র এবং ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা দিয়ে দুটি অভিন্ন গ্যাস-চালিত ইউনিট এই বিদ্যুৎ কেন্দ্রে রয়েছে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Power plants frequently trip for shortage of gas supply"। The Independent। ২০০১-০৫-১৫। ২০১২-১০-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৩-০১ 
  2. Shahnaj Begum। "Sangu depleting fast, can't lift gas after Sept 2009"। The Independent। সংগ্রহের তারিখ ২০০৯-০৩-০১ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "China to build second Raozan plant"। Modern Power Systems। Progressive Media Markets Ltd.। 14 (8): 5। আগস্ট ১৯৯৪। আইএসএসএন 0260-7840