চক্রবর্তী (পদবি)
পারিবারিক নাম
চক্রবর্তী হল হিন্দুধর্মাবলম্বী ব্যক্তিদের একটি উপাধি; যার অর্থ হচ্ছে বহুধা রাজ্যের অধিপতি।[১] তবে বর্তমানে চক্রবর্তী পদবী হিসেবে বিভিন্ন শ্রেণীর বাঙালি ব্রাহ্মণদের দ্বারা ব্যবহৃত হয়ে থাকে। চক্রবর্তী রা স্বয়ং মাতা সীতা ও বজরংবলী হনুমানের আশীর্বাদ প্রাপ্ত। [২] আশীর্বাদ= যেই ব্যক্তি চক্রবর্তী উপাধি প্রাপ্ত ব্যক্তিকে অন্তর থেকে দুঃখ দেবে সেই ব্যক্তি তার অধীক তীব্র দুঃখের স্বীকার হবে
বানানের ভিন্নতা
সম্পাদনাচক্রবর্ত্তী বানান বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে ব্যবহার করেন। যেমন:
- চক্রবর্তী
- চক্রবর্ত্তী
- চক্রবর্ত্তি
অর্থ
সম্পাদনাচক্রবর্তী শব্দটি সংস্কৃত ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে। চক্রবর্তী শব্দের অর্থ সম্রাট।চক্রবর্তী ভাবার্থ হচ্ছে রাজ্যাধিপতি, অর্থাৎ রাজার রাজা। সহজভাবে বলতে গেলে চক্র অর্থ হচ্ছে 'চাকা' এবং বর্তী অর্থ হচ্ছে 'সুশাসন চালিয়ে যাওয়া'।[২]
চক্রবর্তী পদবিধারী বিখ্যাত ব্যক্তি
সম্পাদনাপুরুষ
সম্পাদনা- ঘনরাম চক্রবর্তী (১৯৬০-?), বাংলা ভাষার কবি
- ত্রৈলোক্যনাথ চক্রবর্তী (১৮৮৯–১৯৭০), ভারতের স্বাধীনতা সংগ্রামের বিপ্লবী
- অম্বিকা চক্রবর্তী (১৮৯২–১৯৬২), ভারতের স্বাধীনতা সংগ্রামের বিপ্লবী
- তুলসী চক্রবর্তী (১৮৯৯–১৯৬১), ভারতের রম্য-নাট্যকার
- অমীয় চক্রবর্ত্তী (১৯০১-১৯৮৬), সাহিত্য সমালোচক এবং বাংলা ভাষার কবি
- শিবরাম চক্রবর্তী (১৯০৩-১৯৮০), রম্য গল্পকার, ভারতের স্বাধীনতা সংগ্রামের বিপ্লবী
- ব্যোমকেশ চক্রবর্ত্তী (১৯২৩-১৯৮১), ভারতীয় ভাষাবিদ
- নীরেন্দ্রনাথ চক্রবর্তী (১৯২৪-?), বাংলা ভাষার কবি
- মিঠুন চক্রবর্ত্তী (১৯৫০-বর্তমান), ভারতীয় চলচ্চিত্র অভিনেতা
- বিকাশ কে চক্রবর্ত্তী (১৯৫২-বর্তমান), পদার্থবিদ
- অজয় চক্রবর্ত্তী (১৯৫৩-বর্তমান) ভারতীয় সংগীত শিল্পী
- সব্যসাচী চক্রবর্ত্তী, (১৯৫৬-বর্তমান), বাংলা টিভি ও চলচ্চিত্র অভিনেতা
- হরনাথ চক্রবর্ত্তী (১৯৫৯-বর্তমান), ভারতীয় চলচ্চিত্র নির্মাতা
- চিরঞ্জিত চক্রবর্ত্তী (১৯৬০-বর্তমান), ভারতীয় চলচ্চিত্র অভিনেতা
- নচিকেতা চক্রবর্ত্তী (১৯৬৫-বর্তমান), ভারতীয় বাংলা সংগীত শিল্পী
- অরিন্দম চক্রবর্তী - অধ্যাপক ও দার্শনিক
- সৈকত চক্রবর্তী (২৬-০২-১৯৮৯ - বর্তমান) ক্রীড়া প্রেমী, দার্শনিক, চলচ্চিত্র সমালোচক, পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী, স্বাধীন লেখক।
মহিলা
সম্পাদনা- গায়ত্রী চক্রবর্তী স্পিভাক (১৯৪২-বর্তমান), সাহিত্য সমালোচক
- শর্মীলা চক্রবর্ত্তী (১৯৬১-বর্তমান), ভারতীয় ক্রিকেটার
- রিতা চক্রবর্ত্তী (১৯৬৪-বর্তমান), বৃটিস টেলিভিশন সাংবাদিক
- রুশমি চক্রবর্ত্তী (১৯৭৭-বর্তমান), ভারতীয় টেনিস খেলোয়াড়
- কৌশিকী চক্রবর্তী (১৯৮০-বর্তমান), ভারতীয় সংগীত শিল্পী
- রিতাভরি চক্রবর্ত্তী (১৯৯০-বর্তমান), ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী
- উৎপলা চক্রবর্ত্তী, ভারতীয় ক্রিকেটার
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Meaning of চক্রবর্তী (Chokroborti) in an online dictionary website
- ↑ চতুর্বর্ণ, চতুর্বর্ণ। "বঙ্গদেশে চতুর্বর্ণ" (পিডিএফ)। ১ অক্টোবর ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
আরো দেখুন
সম্পাদনা- চক্রাবর্তী তদন্ত, ব্রিটিশ লেবার পার্টির বিরুদ্ধে বিরোধবিরোধী অভিযোগের তদন্ত
- চক্রবর্তী, একটি প্রাচীন ভারতীয় শব্দটি একটি আদর্শ সর্বজনীন শাসককে বোঝাত
- চক্রবর্তীন অশোক সম্রাট, ২০১৫ সালের ভারতীয় dramaতিহাসিক নাটক টিভি সিরিজ