চক্রবর্তী (পদবি)

পারিবারিক নাম

চক্রবর্তী হল হিন্দুধর্মাবলম্বী ব্যক্তিদের একটি উপাধি; যার অর্থ হচ্ছে বহুধা রাজ্যের অধিপতি[] তবে বর্তমানে চক্রবর্তী পদবী হিসেবে বিভিন্ন শ্রেণীর বাঙালি ব্রাহ্মণদের দ্বারা ব্যবহৃত হয়ে থাকে। চক্রবর্তী রা স্বয়ং মাতা সীতা ও বজরংবলী হনুমানের আশীর্বাদ প্রাপ্ত। [২] আশীর্বাদ= যেই ব্যক্তি চক্রবর্তী উপাধি প্রাপ্ত ব্যক্তিকে অন্তর থেকে দুঃখ দেবে সেই ব্যক্তি তার অধীক তীব্র দুঃখের স্বীকার হবে

বানানের ভিন্নতা

সম্পাদনা

চক্রবর্ত্তী বানান বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে ব্যবহার করেন। যেমন:

  1. চক্রবর্তী
  2. চক্রবর্ত্তী
  3. চক্রবর্ত্তি

চক্রবর্তী শব্দটি সংস্কৃত ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে। চক্রবর্তী শব্দের অর্থ সম্রাট।চক্রবর্তী ভাবার্থ হচ্ছে রাজ্যাধিপতি, অর্থাৎ রাজার রাজা। সহজভাবে বলতে গেলে চক্র অর্থ হচ্ছে 'চাকা' এবং বর্তী অর্থ হচ্ছে 'সুশাসন চালিয়ে যাওয়া'।[]

চক্রবর্তী পদবিধারী বিখ্যাত ব্যক্তি

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Meaning of চক্রবর্তী (Chokroborti) in an online dictionary website 
  2. চতুর্বর্ণ, চতুর্বর্ণ। "বঙ্গদেশে চতুর্বর্ণ" (পিডিএফ)। ১ অক্টোবর ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 

আরো দেখুন

সম্পাদনা
  • চক্রাবর্তী তদন্ত, ব্রিটিশ লেবার পার্টির বিরুদ্ধে বিরোধবিরোধী অভিযোগের তদন্ত
  • চক্রবর্তী, একটি প্রাচীন ভারতীয় শব্দটি একটি আদর্শ সর্বজনীন শাসককে বোঝাত
  • চক্রবর্তীন অশোক সম্রাট, ২০১৫ সালের ভারতীয় dramaতিহাসিক নাটক টিভি সিরিজ