চকোলেট ব্যাঙ

নিউ গিনির এন্ডেমিক ব্যাঙের প্রজাতি

চকোলেট ব্যাঙ (বৈজ্ঞানিক নাম: Litoria Mira; লিটোরিয়া মিরা) হচ্ছে অস্ট্রেলীয় গেছো সবুজ ব্যাঙের সমগোত্রীয় ব্যাঙ-প্রজাতি। নিউগিনি অঞ্চলের এন্ডেমিক প্রজাতি নিচু জলাভূমি অতিবৃষ্টি অরণ্যের বৃক্ষে এদের পাওয়া যায়। সেন্টার ফর দ্য প্ল্যানেটরি হেলথ অ্যান্ড ফুড সিকিউরিটি এবং কুইন্সল্যান্ড জাদুঘরের গবেষকেরা চকোলেট ব্যাঙের সন্ধান পেয়েছেন এবং তাদের মতে এরা অস্ট্রেলীয় গেছো সবুজ ব্যাঙের প্রজাতির বিবর্তিত রূপ। প্রায় ২৬০ কোটি বছর পূর্বে টারশিয়ারি যুগে অস্ট্রেলিয়া ও নিউগিনি ভূমি দ্বারা যুক্ত ছিল। অস্ট্রেলিয়ার গেছো সবুজ ব্যাঙের ঐ অঞ্চলটি এখন সবুজ তৃণভূমি‌।[১] অস্ট্রেলীয় গেছো সবুজ ব্যাঙ ও চকোলেট ব্যাঙের পার্থক্য হচ্ছে সবুজ ব্যাঙের ত্বক সবুজ আর চকোলেট ব্যাঙের ত্বক চকোলেট রঙ এবং এই গেছো সবুজ ব্যাঙ অপেক্ষায় চকোলেট ব্যাঙের মাথা ১-২ সে.মি ছোট‌।[২]

চকোলেট ব্যাঙ
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস সম্পাদনা করুন
জগৎ/রাজ্য: অ্যানিম্যালিয়া (Animalia)
পর্ব: কর্ডাটা
শ্রেণি: অ্যামফিবিয়া
বর্গ: ব্যাঙ (আনুরা)
পরিবার: Hylidae
গণ: Litoria
অলিভার, রিটমায়ার, টোরকলা, ডানেলান, ডাল ও রিচার্ডস ২০২০
প্রজাতি: L. mira
দ্বিপদী নাম
Litoria mira
অলিভার, রিটমায়ার, টোরকলা, ডানেলান, ডাল ও রিচার্ডস ২০২০

আবাস্থল সম্পাদনা

চকোলেট ব্যাঙের আবাস্থল হচ্ছে নিউগিনির নিচু জলাভূমি অঞ্চলের অতিবৃষ্টি অরণ্য অঞ্চল।‌ এটি অস্ট্রেলীয় গাছের সবুজ ব্যাঙের মত গাছে বসবাস করে। এটি কুমিরের মত অপেক্ষাকৃত উষ্ণ অঞ্চলে থাকতে পছন্দ করে।[৩]

তথ্যসূত্র সম্পাদনা