চকরিয়া সরকারি কলেজ
চকরিয়া সরকারি কলেজ বাংলাদেশের কক্সবাজার জেলায় অবস্থিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান।[১][২]
চকরিয়া সরকারি কলেজ | |
---|---|
অবস্থান | |
০৫ নং ওয়ার্ড, লক্ষ্যারচর ইউনিয়ন, চকরিয়া | |
তথ্য | |
প্রতিষ্ঠাকাল | ১৯৬৮ ইংরেজি |
অবস্থা | সক্রিয় |
বিদ্যালয় জেলা | কক্সবাজার জেলা |
ইআইআইএন | ১০৬২৩০ |
অধ্যক্ষ | ইন্দ্রজিৎ বড়ুয়া (ভারপ্রাপ্ত) |
শ্রেণি | একাদশ-দ্বাদশ, স্নাতক |
ভাষা | বাংলা |
ক্যাম্পাসের ধরন | গ্রাম্য |
অন্তর্ভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয় |
শিক্ষা বোর্ড | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম |
অবস্থান
সম্পাদনাচকরিয়া সরকারি কলেজ কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডে অবস্থিত।
ইতিহাস
সম্পাদনাচকরিয়া সরকারি কলেজ ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়।[৩] এই কলেজ নির্মাণে স্থানীয় ব্যক্তিত্ব প্রথমে আব্বাস আহমদ চৌধুরি, আনোয়ার হোসেন চৌধুরী ও রফিক আহমদ চৌধুরী জমি দান করেন এবং স্থাপনের পরিকল্পনা নেন।[৩][৪]
ব্যবস্থাপনা
সম্পাদনাকলেজ পরিচালনার সুবিধার্থে কলেজটিতে একটি পরিচালনা পর্ষদ রয়েছে।
অবকাঠামো
সম্পাদনাচকরিয়া কলেজ ৭.৫ একর জায়গাজুড়ে প্রতিষ্ঠিত।[৫] এতে ৩টি প্রশাসনিক ও একাডেমিক ভবন রয়েছে।
শিক্ষা কার্যক্রম
সম্পাদনাচকরিয়া সরকারি কলেজে বর্তমানে একাদশ-দ্বাদশ শ্রেণীতে পাঠদানের পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি ও অনার্স পর্যায়ের কোর্স চালু রয়েছে।[৫]
- ডিগ্রি কোর্স
- বিএ
- বিএসএস
- বিবিএস
- অনার্স কোর্স
- ইংরেজি
- রাষ্ট্র বিজ্ঞান
- অর্থনীতি
- একাউন্টিং
- ব্যবস্থাপনা
শিক্ষকবৃন্দ
সম্পাদনাচকরিয়া সরকারি কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইন্দ্রজিৎ বড়ুয়া
ফলাফল
সম্পাদনাকলেজের বর্তমান পাশের হার ৭৩%।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন"। ৫ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১৮।
- ↑ "Upazila/Thana wise list of institute" (পিডিএফ)। banbeis.gov.bd। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২২।
- ↑ ক খ "চকরিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে পদ্মলোচন বড়ুয়া"। দৈনিক আজাদী। ২০২০-১০-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১০-২৩।
- ↑ "জাতীয় তথ্য বাতায়ন,বাংলাদেশ"। ৫ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১৮।
- ↑ ক খ "Chakaria College"। nubd.info। সংগ্রহের তারিখ ২০২০-১০-২৩।