ঙ্গাগ-দ্বাং-র্নাম-র্গ্যাল (রিনপুংপা)

ঙ্গাগ-দ্বাং-র্নাম-র্গ্যাল (তিব্বতি: ངག་དབང་རྣམ་རྒྱལওয়াইলি: ngag dbang rnam rgyal) তিব্বতের রিং-স্পুংস-পা রাজবংশের চতুর্থ রাজা ছিলেন।

রাজ্যাভিষেক সম্পাদনা

ঙ্গজ্ঞ-দ্বাং-র্নাম-র্গ্যাল রিং-স্পুংস-পা রাজবংশের রাজপুরুষ গ্ত্সো-স্ক্যেস-র্দো-র্জের পুত্র ছিলেন।[১] ১৫১০ খ্রিষ্টাব্দে পিতার মৃত্যু হলে ফাগ-মো-গ্রু-পা রাজবংশের নবম রাজা ঙ্গাগ-দ্বাং-ব্ক্রা-শিস-গ্রাগ্স-পার সঙ্গে রিং-স্পুংস-পা রাজবংশের তৎকালীন রাজা দোন-য়োদ-র্দো-র্জের বিরোধ শুরু হলে দোন-য়োদ-র্দো-র্জের আদেশে ঙ্গাগ-দ্বাং-র্নাম-র্গ্যাল গ্যেলাদ্রিং নামক স্থান অধিকারে উদ্দেশ্যে সামরিক অভিযান করেন, কিন্তু বেশিদিন ঐ বিরোধ স্থায়ী হয়নি। ১৫১২ খ্রিষ্টাব্দে দোন-য়োদ-র্দো-র্জে অপুত্রক অবস্থায় মৃত্যুবরণের সময় নাকার্ত্সে নামক স্থানের অধিবাসী জিলোনপা নামক এক ব্যক্তিকে উত্তরাধিকারী নির্বাচিত করে যান।[২] কিন্তু ঙ্গাগ-দ্বাং-র্নাম-র্গ্যাল দ্রুত সিংহাসন অধিকারে সক্ষম হন।[৩]

সামরিক অভিযান সম্পাদনা

জিলোনপা এবং ঙ্গাগ-দ্বাং-র্নাম-র্গ্যাল উভয়েই তাদের পূর্বসূরী দোন-য়োদ-র্দো-র্জের চেয়ে অনেক কম সফলতা অর্জন করেন। ১৫১৫ খ্রিষ্টাব্দে ফাগ-মো-গ্রু-পা রাজবংশের সাথে পুনরায় বিরোধ শুরু হয়। রিং-স্পুংস-পা রাজবংশের অধীনে থাকা গ্যাখার্ত্সে তাদের আনুগত্য পাল্টে ফাগ-মো-গ্রু-পা রাজবংশের অধীনে চলে যায়।[৪] লাসা থেকে রিং-স্পুংস-পার সৈন্যদল বিতাড়িত হয় এবং কুড়ি বছর পরে দ্গে-লুগস সম্প্রদায়ের বৌদ্ধদের লো-গ্সার বা তিব্বতী নববর্ষের দিনে উদ্‌যাপন করার জন্য স্মোন-লাম-ছেন-মো নামক উৎসব পালনের সুযোগ পান।[৫][৬] ঙ্গাগ-দ্বাং-র্নাম-র্গ্যাল থুস, সেঙ্গেত্সে, লাতোদ, ল্হো প্রভৃতি স্থান অধিকার করে তার রাজ্যের আয়তন সঙ্কোচনকে অনেকটাই পূরণ করতে পেরেছিলেন।[১][৩][৭]

সাংস্কৃতিক পৃষ্ঠপোষকতা সম্পাদনা

ঙ্গাগ-দ্বাং-র্নাম-র্গ্যাল বিদ্যা, ধর্ম ও শিল্পচর্চার পৃষ্ঠপোষক ছিলেন। তিনি প্রাচীন তিব্বত সাম্রাজ্যে পোশাক ও অলঙ্কার পরিধানের রিনছেন গ্যেনছা নামক রীতির পুনরায় প্রচলন করেন। রেশমের কাপড়ের ওপর ঙ্গাক দ্রুপমার বিখ্যাত চিত্রকলাটিও তার আমলেই চিত্রিত হয়।[৭]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Giuseppe Tucci, Tibetan Painted Scrolls, Rome 1949, p. 642.
  2. Giuseppe Tucci, Deb t'er dMar po gSar ma, Rome 1971, pp. 229-30.
  3. Sarat Chandra Das, 'Contributions on the Religion, History, etc., of Tibet', Journal of the Asiatic Society of Bengal 12 1881, p. 246.
  4. Giuseppe Tucci, Deb t'er dMar po gSar ma, Rome 1971, p. 231
  5. Tsepon W.D. Shakabpa, Tibet. A Political History, Yale 1967, p. 88
  6. Wang Furen & Suo Wenqing, Highlights of Tibetan History, Beijing 1984, p. 85.
  7. Tsepon W.D. Shakabpa, One Hundred Thousand Moons, 2010, p. 278
পূর্বসূরী
দোন-য়োদ-র্দো-র্জে
ঙ্গাগ-দ্বাং-র্নাম-র্গ্যাল
চতুর্থ রিং-স্পুংস-পা শাসক
উত্তরসূরী
দোন-'গ্রুব-ত্শে-ব্র্তান-র্দো-র্জে