ঙ্গাগ-দ্বাং-ছোস-ক্যি-র্গ্যা-ম্ত্শো

ঙ্গাগ-দ্বাং-ছোস-ক্যি-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: ngag dbang chos kyi rgya mtsho) (১৬৮০-১৭৩৬) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের দ্বিতীয় থু'উ-ব্ক্বান (ওয়াইলি: thu'u bkwan) উপাধিধারী বৌদ্ধ লামা ছিলেন।

প্রথম জীবন

সম্পাদনা

ঙ্গাগ-দ্বাং-ছোস-ক্যি-র্গ্যা-ম্ত্শো ১৬৮০ খ্রিষ্টাব্দে তিব্বতের আমদো অঞ্চলের ছার-জেন-ছিং (ওয়াইলি: char zen ching) নামক স্থানে জন্মগ্রহণ করেন। তিন বছর বয়সে দ্গোন-লুং-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারে তাকে ব্লো-ব্জাং-রাব-ব্র্তান (ওয়াইলি: blo bzang rab brtan) নামক প্রথম থু'উ-ব্ক্বান (ওয়াইলি: thu'u bkwan) উপাধিধারী বৌদ্ধ লামার পুনর্জন্ম রূপে চিহ্নিত করা হয়। ঙ্গাগ-দ্বাং-ব্লো-ব্জাং-ছোস-ল্দান (ওয়াইলি: ngag dbang blo bzang chos ldan) নামক দ্বিতীয় ল্চাং-স্ক্যা হো-থোগ-থু উপাধিধারী বৌদ্ধ লামা তাকে শিক্ষার্থীর শপথ প্রদান এবং তন্ত্র শিক্ষাদান করেন। এরপর তিনি দ্রেপুং বৌদ্ধবিহারের গোমাং মহাবিদ্যালয়ে ঙ্গাগ-দ্বাং-ব্রত্সোন-'গ্রুস (ওয়াইলি: ngag dbang brtson 'grus) নামক প্রথম 'জাম-দ্ব্যাংস-ব্ঝাদ-পা (ওয়াইলি: 'jam-dbyangs bzhad-pa) উপাধিধারী বৌদ্ধ লামার নিকট শিক্ষালাভ করেন। ষষ্ঠ পাঞ্চেন লামা তাকে ভিক্ষুর শপথ প্রদান করেন। কুন-দ্গা'-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: kun dga' rgyal mtshan) নামক দ্গোন-লুং-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারের সপ্তদশ প্রধান, ব্লো-ব্জাং-স্ব্যিন-পা (ওয়াইলি: blo bzang sbyin pa) নামক দ্রেপুং বৌদ্ধবিহারের লোসেলিং মহাবিদ্যালয়ের প্রধান, য়ার-'ব্রোগ-পা (ওয়াইলি: yar 'brog pa) নামক কাব্যশাস্ত্রে পণ্ডিত তার অন্যান্য উল্লেখযোগ্য শিক্ষক ছিলেন।[]

পরবর্তী জীবন

সম্পাদনা

১৭২৩ খ্রিষ্টাব্দে চিং সেনাবাহিনী মঙ্গোলদের বিদ্রোহ দমনের উদ্দেশ্যে দ্গোন-লুং-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহার সহ বহু বিহার ও গ্রাম ধ্বংস করে। পরবর্তীকালে ঙ্গাগ-দ্বাং-ছোস-ক্যি-র্গ্যা-ম্ত্শো এই বিহার পুনর্গঠন ও সংস্কারের দায়িত্ব লাভ করেন। চিং সম্রাট ইয়োংঝেংয়ের আমন্ত্রণে তিনি বেজিং যাত্রা করেন। সম্রাট তাকে চিং-ঝি'উ-ছান-ঝি (ওয়াইলি: cing zhi'u chan zhi) উপাধি প্রদান করেন। ১৭৩৪ খ্রিষ্টাব্দে সম্রাটের অনুমতিক্রমে আমদো ফিরে আসেন। রোল-পা'ই-র্দো-র্জে নামক (ওয়াইলি: rol pa'i rdo rje) নামক তৃতীয় ল্চাং-স্ক্যা হো-থোগ-থু উপাধিধারী বৌদ্ধ লামা এবং ঙ্গাগ-দ্বাং-দ্গে-লেগ্স-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: ngag dbang dge legs rgya mtsho) নামক দ্গোন-লুং-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারের ত্রিশতম প্রধান তার উল্লেখযোগ্য শিষ্য ছিলেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Chhosphel, Samten (অক্টোবর ২০১০)। "The Second Tukwan, Ngawang Chokyi Gyatso"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৮-০৩ 
পূর্বসূরী
ব্লো-ব্জাং-রাব-ব্র্তান
ঙ্গাগ-দ্বাং-ছোস-ক্যি-র্গ্যা-ম্ত্শো
দ্বিতীয় থু'উ-ব্ক্বান
উত্তরসূরী
ব্লো-ব্জাং-ছোস-ক্যি-ন্যি-মা