ঙ্গাগ-দ্বাং-'ফ্রিন-লাস-দ্পাল-ব্জাং (আমদো ঝামার)
ঙ্গাগ-দ্বাং-'ফ্রিন-লাস-দ্পাল-ব্জাং (ওয়াইলি: ngag dbang 'phrin las dpal bzang) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের দ্বিতীয় আ-ম্দো-ঝ্বা-দ্মার (ওয়াইলি: a mdo zhwa dmar) উপাধিধারী বৌদ্ধ লামা ছিলেন।
সংক্ষিপ্ত জীবনী
সম্পাদনাঙ্গাগ-দ্বাং-'ফ্রিন-লাস অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে তিব্বতের আমদো অঞ্চলের 'বাল (ওয়াইলি: 'bal) নামক স্থানে জন্মগ্রহণ করেন। তিনি লা-মো-ব্দে-ছেন (ওয়াইলি: la mo bde chen) বৌদ্ধবিহারে শিক্ষালাভ করেন।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Namgyal, Tsering (জানুয়ারি ২০১৩)। "The Second Amdo Zhamar, Ngawang Trinle Pelzang"। The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-১১-০৮।
পূর্বসূরী ঙ্গাগ-দ্বাং-'ফ্রিন-লাস |
ঙ্গাগ-দ্বাং-'ফ্রিন-লাস-দ্পাল-ব্জাং দ্বিতীয় আ-ম্দো-ঝ্বা-দ্মার |
উত্তরসূরী ঙ্গাগ-দ্বাং-ব্স্তান-'দ্জিন-র্গ্যা-ম্ত্শো |