ঘোকসাডাঙ্গা রেলওয়ে স্টেশন

ভারতের পশ্চিমবঙ্গের রেলওয়ে স্টেশন

ঘোকসাডাঙ্গা রেলওয়ে স্টেশন হল উত্তর- পূর্ব সীমান্ত রেলওয়ের বারাউনি-গৌহাটি লাইনের একটি রেলওয়ে স্টেশন। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার ঘোকসাডাঙ্গা শহরে পরিষেবা প্রদান করে। এর স্টেশন কোড হল GDX। স্টেশনটিতে দুটি প্ল্যাটফর্ম এবং একটি এফবিও সহ চারটি রেলপথ রয়েছে।

ঘোকসাডাঙ্গা রেলওয়ে স্টেশন
ভারতীয় রেল স্টেশন
ঘোকসাডাঙ্গা রেলওয়ে স্টেশনের সাইনবোর্ড
ঘোকসাডাঙ্গা রেলওয়ে স্টেশনের মানচিত্র
অবস্থানঘোকসাডাঙ্গা, কোচ বিহার জেলা, পশ্চিমবঙ্গ
ভারত
স্থানাঙ্ক২৬°২৫′২১″ উত্তর ৮৯°১৬′৪০″ পূর্ব / ২৬.৪২২৫০৪৩° উত্তর ৮৯.২৭৭৭৫৬২° পূর্ব / 26.4225043; 89.2777562
উচ্চতা৫৮ মিটার (১৯০ ফু)
মালিকানাধীনভারতীয় রেল
পরিচালিতউত্তর-পূর্ব সীমান্ত রেল
লাইনবারাউনি–গুয়াহাটি লাইন
প্ল্যাটফর্ম
রেলপথ
নির্মাণ
পার্কিংআছে
সাইকেলের সুবিধাআছে
অন্য তথ্য
অবস্থাচালু
স্টেশন কোডGDX
অঞ্চল উত্তরপূর্ব সীমান্ত রেল
বিভাগ আলিপুরদুয়ার রেলওয়ে বিভাগ
অবস্থান
ঘোকসাডাঙ্গা পশ্চিমবঙ্গ-এ অবস্থিত
ঘোকসাডাঙ্গা
ঘোকসাডাঙ্গা
পশ্চিমবঙ্গের মানচিত্র #ভারতের মানচিত্র
ঘোকসাডাঙ্গা ভারত-এ অবস্থিত
ঘোকসাডাঙ্গা
ঘোকসাডাঙ্গা
পশ্চিমবঙ্গের মানচিত্র #ভারতের মানচিত্র

বেশ কয়েকটি ট্রেন ঘোকসাডাঙ্গা রেলওয়ে স্টেশনের সাথে সংযুক্ত। এই স্টেশনে আগমন এবং প্রস্থানের লাইভ পরিস্থিতি ভারতীয় রেলওয়ে ওয়েবসাইটে চেক করা যায়।

তথ্যসূত্র

সম্পাদনা