ঘেটু
গাছ পরিচিতি
সম্পাদনাঘেটু গুল্ম জাতীয় উদ্ভিদ। এটি উচ্চতায় প্রায় চার ফুট পর্যন্ত বড় হয়ে থাকে। আবার মাটি ভাল হলে ও অনুকূল পরিবেশ থাকলে প্রায় ছয় ফুট পর্যন্ত লম্বা হতে পারে। গাছ হলুদাভ অথবা শ্বেতবর্ণ লোমে ঢাকা থাকে। পাতা ৭-৮ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। ঘেটু দেখতে অনেকটা হৃদপিন্ডের মতো। ঘেটু মূলত গ্রামবাংলার অবহেলিত ফুল গাছ। ফুল দেখতে সাদা হলেও ফুলের চারদিকে কিছুটা লালের আভা থাকে। ফলের ব্যস আধা ইঞ্চির কাছাকাছি হয়ে থাকে। তবে চ্যাপ্টা ধরনের এবং দেখতে বেশ কালো। শীতের শেষে গাছে ফুল ফোটে এবং গরমের মৌসুমে ফল ধরে বাংলাদেশের মাঠে-ঘাটে রাস্তারপাশে জঙ্গলে প্রচুর ঘেটুর গাছ দেখতে পাওয়া যায়।
ব্যবহার বিধি
সম্পাদনাদীর্ঘদিন শরীর শুকনো ও মেদহীন হয়ে গেলে ঘেটু পাতার রস প্রতিদিন তিন থেকে চার চামচ পরিমাণ খেলে শরীর দ্রুত মেদযুক্ত ও শরীরে বল বৃদ্ধি হয়। যারা শারিরীক দুর্বলতায় ভুগছেন তারাও এটি ট্রাই করতে পারেন। এটি খুবই কার্যকরী পরীক্ষিত ও পাশ্বপ্রতিক্রিয়া মুক্ত একটি ভেষজ ঔষধ হিসেবে পরিচিত।