ঘুরঘুটিয়ার ঘটনা
সত্যজিৎ রায় রচিত গোয়েন্দা কাহিনী ফেলুদা সিরিজের বই
ঘুরঘুটিয়ার ঘটনা সত্যজিৎ রায় রচিত ১৯৭৫ সালে প্রকাশিত গোয়েন্দা কাহিনী ফেলুদা ধারাবাহিকের একটি বই।[১] এটি অষ্টম ফেলুদা কাহিনী এবং দ্বিতীয় ১২টি গল্প সংগ্রহের "আরো এক ডজন"-এর অংশ। এই গল্পে লালমোহন গাঙ্গুলী (জটায়ু) চরিত্রটি অনুপস্থিত।
![]() প্রথম সংস্করণের প্রচ্ছদ | |
লেখক | সত্যজিৎ রায় |
---|---|
প্রচ্ছদ শিল্পী | সত্যজিৎ রায় |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
ধরন | গোয়েন্দা কাহিনী |
প্রকাশিত | ১৯৭৫ |
প্রকাশক | আনন্দ পাবলিশার্স |
মিডিয়া ধরন | ছাপা (হার্ডকভার) |
পূর্ববর্তী বই | জয়বাবা ফেলুনাথ (১৯৭৫) |
পরবর্তী বই | বোম্বাইয়ের বোম্বেটে (১৯৭৬) |
কাহিনীসংক্ষেপ
সম্পাদনানদীয়ার পলাশীর নিকট ঘুরঘুটিয়া গ্রামের একজন বৃদ্ধ ফেলুদাকে চিঠি লিখে তার বাড়িতে আসতে বলেন। তিনি ফেলুদাকে ৪টি বই উপহার দেন। তিনি ফেলুদাকে একটি হেঁয়ালির সমাধান করতে বলেন এবং তার পরিবর্তে ফরাসী সাহিত্যিক এমিল গ্যাবোরিওর লেখা দুর্লভ ৪টি বই দেওয়ার কথা বলেন। হেঁয়ালিটি লুকিয়ে ছিল পোষা টিয়াপাখির কথার মধ্যে। যে একটি মুখস্থ বাক্য উচ্চারন করে যা আসলে কোনো সিন্দুক খোলার গোপন সংকেত। আপাত সাদামাটা ঘটনা পরে খুনের রহস্যে মোড় নেয়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Ray, Satyajit (১ ফেব্রুয়ারি ২০০৫)। Complete Adventures of Feluda। Penguin Books India। আইএসবিএন 9780143032786।