ঘাটাইল ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল, টাঙ্গাইল

বাংলাদেশের টাঙ্গাইল জেলার ঘাটাইলের শহীদ সালাহ্​উদ্দিন সেনানিবাসের অভ্যন্তরে অবস্থিত একটি শি

ঘাটাইল ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল হচ্ছে বাংলাদেশের টাঙ্গাইল জেলার ঘাটাইল পৌরসভার শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে অবস্থিত একটি সেনাবাহিনী পরিচালিত মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিলো ১৯৮৪ সালে।[১]

ঘাটাইল ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল, টাঙ্গাইল
প্রাতিষ্ঠানিক লোগো
অবস্থান

ঘাটাইল পৌরসভা, ০৩নং ওয়ার্ড
,
ঘাটাইল–১৯৮০,

তথ্য
ধরনক্যান্টনমেন্ট বোর্ড কর্তৃক পরিচালিত মাধ্যমিক বিদ্যালয়
প্রতিষ্ঠাকাল৩১ জুলাই ১৯৮৪; ৩৯ বছর আগে (1984-07-31)
অবস্থাসক্রিয়
বিদ্যালয় বোর্ডমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা
বিদ্যালয় জেলাটাঙ্গাইল জেলা
সেশনজানুয়ারি–ডিসেম্বর
বিদ্যালয় কোড১১৪১১৯
ইআইআইএন১১৪১১৯ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রধান শিক্ষকমোঃ আবুল কাশেম
অনুষদবিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা
শিক্ষকমণ্ডলী২৬
শ্রেণী১ম–১০ম
লিঙ্গবালক, বালিকা
ভাষাবাংলা
শিক্ষায়তন৪.১৯ একর
ক্যাম্পাসের ধরনগ্রামীণ
ওয়েবসাইটcbhsgt.edu.bd

ইতিহাস সম্পাদনা

১৯৮৪ সালে টাঙ্গাইলের শিক্ষার মান বৃদ্ধির উদ্দেশ্যে ঘাটাইল ক্যান্টনমেন্ট বোর্ডের উদ্যোগে একটি জুনিয়র স্কুল প্রতিষ্ঠা করা হয়; যার অর্থায়নের ভার ছিলো সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তরের হাতে। ক্যান্টনমেন্ট জুনিয়র স্কুল নামে কার্যক্রম শুরু করা প্রতিষ্ঠানটিকে ১৯৮৮ সালে মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তর করা হয় ও নাম পরিবর্তন করে ঘাটাইল ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল রাখা হয়। ৯ পদাতিক ডিভিশন, সাভারের তৎকালীন জিওসি, মেজর জেনারেল এম নুরুদ্দিন খানের সম্মতিক্রমে এটি প্রতিষ্ঠা লাভ করে।[১]

শ্রেণি, বিভাগ ও শাখা সমূহ সম্পাদনা

বিদ্যালয়টি মূলত একটি প্রাথমিক বিদ্যালয় সংযুক্ত মাধ্যমিক বিদ্যালয়। বর্তমানে এ বিদ্যালয়ে ১ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষাদান করা হয়।

ইউনিফর্ম সম্পাদনা

  • ছেলেদের সাদা শার্ট     , নেভি ব্লু প্যান্ট     , সাদা কেডস্      এবং কালো বেল্ট     
  • মেয়েদের নীল কামিজ     , কামিজের উপর সাদা ক্রস বেল্ট     , কোমরে সাদা বেল্ট     , সাদা অ্যাপ্রোন      এবং সাদা কেডস্     


শিক্ষা কার্যক্রম সম্পাদনা

বিদ্যালয়টিতে ছেলে এবং মেয়ে উভয়ের অধ্যয়নের সুযোগ থাকে।

ফলাফল সম্পাদনা

বিদ্যালয়ে পাবলিক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পাশের হারের তালিকাঃ[২]

সাল পরীক্ষার নাম পরীক্ষার্থী উত্তীর্ণ পাশের হার
২০১৯ এসএসসি ১৪০ ১৪০ ১০০
২০২০ এসএসসি ১২৯ ১২৯ ১০০
২০২১ এসএসসি ১৩৬ ১৩৫ ৯৯.২৬

খেলাধুলা ও সহপাঠ্যকর্ম সম্পাদনা

শিক্ষার্থীদের খেলাধুলার জন্য মাঠ রয়েছে, যা মূল ভবনের সামনেই অবস্থিত। মাঠটি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আন্তঃশ্রেণী ক্রীড়া প্রতিযোগিতা, আন্তঃহাউজ ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনে ব্যবহৃত হয়।

ল্যাবরেটরি সম্পাদনা

বিদ্যালয়ে পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান, জীববিজ্ঞান, কম্পিউটার ইত্যাদি বিষয়ে শিক্ষার্থীদের গবেষণার জন্য রয়েছে ল্যাব। এসব ল্যাবে বহু মূল্যবান যন্ত্রপাতি রয়েছে। শিক্ষার্থীদের ব্যবহারিক বিষয়ে জ্ঞান লাভের জন্য এসব উপকরণ ব্যবহৃত হয়।

গ্রন্থাগার সম্পাদনা

বিদ্যালয়টিতে রয়েছে বিশাল একটি গ্রন্থাগার। এতে রয়েছে বিভিন্ন ধরনের নামী-দামী কয়েক হাজার বই। শিক্ষার্থীরা এখানে স্বাচ্ছন্দ্যে বসে পড়তে পারে এবং তাদের পছন্দের বই নির্দিষ্ট সময়ের জন্য বাড়ি নিয়ে যেতে পারে।

বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্পাদনা

বছরজুড়েই বিদ্যালয়ে নানা রকম সাংস্কৃতিক কর্মকাণ্ড পালন করা হয়। শহীদ দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, জাতির জনকের জন্মদিন ও বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান যথাযথ মর্যাদার সাথে পালিত হয়। বর্ষবরণ, বাসন্তী উৎসব ইত্যাদি নানা রকম অনুষ্ঠান শিক্ষার্থী-শিক্ষক সম্মিলিতভাবে পালন করে। এছাড়াও প্রতি বছরই আয়োজিত হয় শিক্ষা সফর।

সংঘ সম্পাদনা

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "পরিক্রমা, ঘাটাইল ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল"cbhsgt.edu.bd। সংগ্রহের তারিখ ২০২২-১০-২৬ 
  2. "ফলাফল"banbeis.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-১০-২৬