ঘণ্টি কলমি

উদ্ভিদের প্রজাতি

ঘণ্টি কলমি (বৈজ্ঞানিক নাম: Ipomoea triloba) হচ্ছে Convolvulaceae পরিবারের Ipomoea গণের এক প্রকার উদ্ভিদ ।

Ipomoea triloba
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Plantae
শ্রেণীবিহীন: Angiosperms
শ্রেণীবিহীন: Eudicots
শ্রেণীবিহীন: Asterids
বর্গ: Solanales
পরিবার: Convolvulaceae
গণ: Ipomoea
প্রজাতি: I. triloba
দ্বিপদী নাম
Ipomoea triloba
L.

বিবরণ সম্পাদনা

এটি এক থেকে তিন মিটার লম্বা এবং দেড় থেকে তিন মিলিমিটার চওড়া হয়। লতাটির পাতার আকৃতি পানপাতার মতো, দৈর্ঘ্য প্রায় ২.৫ সেন্টিমিটার থেকে ৬ সেন্টিমিটার (০.৯৮ থেকে ২.৩৬ ইঞ্চি)।[১] একটি মঞ্জরিতে একাধিক ফুল থাকে। ফুল ফোটে সকালে। দুপুরের আগে পাপড়ি বন্ধ হয়ে যায়। বৃতি পাঁচটি, অসমান, দৈর্ঘ্য ৮ থেকে ১০ মিলিমিটার। দল পাঁচটি, যুক্ত ও ঘণ্টা আকৃতির। দৈর্ঘ্য ২০-২২ মিলিমিটার। বীজের দৈর্ঘ্য তিন মিলিমিটার, মসৃণ। বীজের রং চকলেট বাদামি। ফুল ফোটা শুরু হয় সেপ্টেম্বর মাসে এবং পুষ্পায়ন থাকে ডিসেম্বর অবধি।[২]

চিত্রশালা সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Ipomoea triloba"Flora of China 
  2. দৈনিক প্রথম আলো, মুদ্রিত সংস্করণ, শেষ পাতা, ২৯ মার্চ, ২০১৬ইং

বহিসংযোগ সম্পাদনা