ঘটোৎকচগুপ্ত (রাজত্বকাল ২৮০-৩১৯ খ্রিষ্টাব্দ[]) প্রাক-গুপ্ত সাম্রাজ্যের একজন রাজা ছিলেন।

ঘটোৎকচগুপ্ত
'গুপ্ত মহারাজা'
রাজত্ব২৮০-৩১৯ খ্রিস্টাব্দ
পূর্বসূরিশ্রীগুপ্ত
উত্তরসূরিপ্রথম চন্দ্রগুপ্ত
বংশধরপ্রথম চন্দ্রগুপ্ত
প্রাসাদগুপ্ত রাজবংশ
পিতাশ্রীগুপ্ত
মাতারচনাদেবী

পরিচিতি

সম্পাদনা

ঘটোৎকচগুপ্ত গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্তের পুত্র ছিলেন। তিনি মহারাজা উপাধি গ্রহণ করেছিলেন।[] তার মৃত্যুর পর তার পুত্র প্রথম চন্দ্রগুপ্ত সিংহাসনলাভ করেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Mookerji, Radha K. (১৯৯৫)। The Gupta Empire (5th সংস্করণ)। Motilal Banarsidass। পৃষ্ঠা 11। আইএসবিএন 81-208-0440-6আইএসবিএন ৯৭৮-৮১-২০৮-০৪৪০-১ 
  2. Majumdar, Ramesh Chandra (২০১৩), Ancient India, New Delhi:Motilal Banarsidass.-new Delhi, আইএসবিএন 81-208-0436-8 
ঘটোৎকচগুপ্ত
রাজত্বকাল শিরোনাম
পূর্বসূরী
শ্রীগুপ্ত
গুপ্ত রাজবংশ
২৮০-৩১৯
উত্তরসূরী
প্রথম চন্দ্রগুপ্ত