গ্লাসগো সংজ্ঞাহীনতা মাপনী

(গ্লাসগো কোমা স্কেল থেকে পুনর্নির্দেশিত)

গ্লাসগো সংজ্ঞাহীনতা মাপনী বা ইংরেজিতে গ্লাসগো কোমা স্কেল[১] (ইংরেজি: Glasgow Coma Scale) বা জিসিএস হচ্ছে এক প্রকার শয্যাপার্শ্বীয় বা ক্লিনিক্যাল পরিমাপক যা মস্তিষ্কের আঘাতজনিত কারণে কোনো ব্যক্তির চেতনার মাত্রা সুষ্ঠভাবে নির্ণয়ে ব্যবহৃত হয়।

স্বাভাবিক গ্লাসগো কোমা স্কেল এবং যারা অন্যথায় স্থিতিশীল তাদের জন্য কানাডিয়ান সি-স্পাইন নিয়ম

চোখের নড়াচড়া, কথা বলা, এবং শরীর নড়াচড়ার ক্ষমতার উপর ভিত্তি করে কোনো ব্যক্তির জিসিএস মাত্রা নির্ধারণ করা হয়। এই তিন ধরনের আচরণ পরিমাপকটির তিনটি মাপক উপাদানকে নির্দেশ করে আর তা হচ্ছে চোখ, বাচকতা, এবং মোটর বা নড়াচড়া। কোনো ব্যক্তির জিসিএস মান ৩ (সম্পূর্ণ প্রতিক্রিয়াহীন) থেকে ১৫ (প্রতিক্রিয়াশীল) পর্যন্ত হতে পারে। সাধারণত মস্তিষ্ক আঘাতপ্রাপ্ত হলে (যেমন সড়ক দুর্ঘটনা) সেক্ষেত্রে জরুরী ভিত্তিতে চিকিৎসা প্রদান করার সময় নির্দেশক হিসেবে এই পরিমাপক ব্যবহৃত হয়। এছাড়াও হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের চেতনার মাত্রা বা প্রতিক্রিয়াশীলতা নির্ণয়েও এর ব্যবহার রয়েছে।

নিম্ন মাত্রার জিসিএস মানের সাথে মৃত্যুর ঝুঁকি বেড়ে যাওয়ার সম্পর্ক রয়েছে। তবে মস্তিষ্কে আঘাতপ্রাপ্ত কোনো ব্যক্তির পরিণতি অনুমান করার ক্ষেত্রে শুধুমাত্র গ্লাসগো কোমা স্কেলের মান ব্যবহার করা অনুচিত।

মান নির্ণয় সম্পাদনা

দুই বা ততোধিক বয়সের রোগীর ক্ষেত্রে গ্লাসগো কোমা স্কেল ব্যবহৃত হয় এবং চোখ, বাকশক্তি, ও নড়াচড়ার ক্ষমতা — এই তিনটি পরীক্ষার সমন্বয়ে এটি করা হয়। পৃথকভাবে এই তিনটি পরীক্ষার বিভিন্ন ক্ষেত্রে ফলাফলের উপর ভিত্তি করে জিসিএস পরিমাপকে মান নিচের টেবিলে নির্দেশ করা হয়েছে।

গ্লাসগো কোমা স্কেল[২]
পরীক্ষা করা সম্ভব নয়
চোখ উদা: চোখে মারাত্মক আঘাত চোখ খুলছে না ব্যাথার ফলে চোখ খুলছে ডাক শোনার কারণে চোখ খুলছে স্বাভাবিকভাবে চোখ খুলছে প্রযোজ্য নয় প্রযোজ্য নয়
বাকশক্তি উদা: ইনটিউবেশন কোনো শব্দ করছে না শব্দ করছে শব্দ বলছে বিভ্রান্ত, উদভ্রান্ত স্বাভাবিক আচরণ, স্বাভাবিকভাবে কথা বলছে প্রযোজ্য নয়
নড়াচড়ার ক্ষমতা উদা: পক্ষাঘাতগ্রস্থতা কোনো নড়াচড়া করছে না ব্যাথাজনিত উদ্দীপনার কারণে নড়াচড়া হচ্ছে ব্যাথাজনিত উদ্দীপনার কারণে অস্বাভাবিক বেঁকে যাচ্ছে ব্যাথাজনিত উদ্দীপনার কারণে ভাঁজ হওয়া বা বেঁকে যাওয়া / ছেড়ে দেওয়া ব্যাথাজনিত উদ্দীপনার কারণে সীমাবদ্ধ প্রতিক্রিয়া হওয়া নির্দেশ মান্য করা

তথ্যসূত্র সম্পাদনা

টীকা সম্পাদনা

  1. Teasdale, Graham; Jennett, Bryan (১৯৭৪)। "Assessment of Coma and Impaired Consciousness"The Lancet304 (7872): 81–84। আইএসএসএন 0140-6736ডিওআই:10.1016/s0140-6736(74)91639-0 
  2. Teasdale, G.; Jennett, B. (১৯৭৬)। "Assessment and prognosis of coma after head injury"Acta Neurochirurgica (ইংরেজি ভাষায়)। 34 (1–4): 45–55। আইএসএসএন 0001-6268এসটুসিআইডি 32325456ডিওআই:10.1007/BF01405862পিএমআইডি 961490 

সাধারণ সূত্র সম্পাদনা