গ্লাসগো কেন্দ্রীয় মসজিদ
গ্লাসগো কেন্দ্রীয় মসজিদ গ্লাসগো শহরের কেন্দ্রে ক্লাইড নদীর দক্ষিণ তীরে অবস্থিত একটি মসজিদ। 'মুসলিমস ইন ব্রিটেন'[২] সংস্থাটি এই মসজিদকে দেওবন্দি মসজিদ বলে আখ্যায়িত করেছে।[১]
গ্লাসগো কেন্দ্রীয় মসজিদ | |
---|---|
![]() | |
ধর্ম | |
অন্তর্ভুক্তি | দেওবন্দি[১] |
জেলা | গরবালস |
অবস্থান | |
অবস্থান | গ্লাসগো, স্কটল্যান্ড, যুক্তরাজ্য |
স্থানাঙ্ক | ৫৫°৫১′৯″ উত্তর ৪°১৫′৩″ পশ্চিম / ৫৫.৮৫২৫০° উত্তর ৪.২৫০৮৩° পশ্চিম |
স্থাপত্য | |
ধরন | মসজিদ |
সম্পূর্ণ হয় | ১৯৮৩ |
নির্মাণ ব্যয় | ৩০ লক্ষ ইউরো |
নির্দিষ্টকরণ | |
ধারণক্ষমতা | ২,৫০০ |
গম্বুজসমূহ | ১ |
মিনার | ১ |
মসজিদসম্পাদনা
ইসলামি স্থাপত্যশৈলীর আলোকে মসজিদটির নকশা তৈরি করেছে ডাব্লিউ. এম. কোপল্যান্ড অ্যান্ড অ্যাসোসিয়েটস। মসজিদের নির্মাণকাজ সমাপ্ত হয় ১৯৮৩ সালে।[৩] এই মসজিদটি বর্তমানে স্কটল্যান্ডের বৃহত্তম মসজিদ।[৪] গ্লাসগো কেন্দ্রীয় মসজিদে দুজন ইমাম রয়েছেন।[৫]
বিতর্কসম্পাদনা
২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে মসজিদটির ধর্মীয় নেতা হাবিবুর রেহমান রাউফ পাকিস্তানি রাজনীতিবিদ সালমান তাসিরের হত্যাকারী মুমতাজ কাদরীর কর্মকাণ্ড সমর্থন করার অভিযোগে মিডিয়ায় আলোচিত হোন। মুমতাজ কাদরী, সালমান তাসিরের নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করার সময়ে তার হত্যা করেন। তার বক্তব্যের ভুল অর্থ বের করা হয়েছে বলে পরবর্তীতে তিনি দাবি করেন।[৬][৭][৮]
মসজিদে প্রতি বছরে খতমে নবুয়তের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ২০১৬ সালের এপ্রিলে প্রকাশ করে ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস। তবে মসজিদের সভাপতি ডক্টর মোহাম্মদ শফি কাউসার মসজিদে কোনো ধর্মনিরপেক্ষ গোষ্ঠীর অস্তিত্ব অস্বীকার করেছেন।[৯]
এছাড়াও ২০১৬ সালের এপ্রিলে গ্লাসগো কেন্দ্রীয় মসজিদের প্রতিনিধিবৃন্দ পাকিস্তানের চরমপন্থী মুসলিমের হাতে নিহত দোকানী আসাদ শাহের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে যাওয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করে।[১০]
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ ক খ "Glasgow Central Mosque" [গ্লাসগো কেন্দ্রীয় মসজিদ]। মুসলিমস ইন ব্রিটেন (ইংরেজি ভাষায়)। ২৫ এপ্রিল ২০১৫। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৭।
- ↑ "মুসলিমস ইন ব্রিটেন" (ইংরেজি ভাষায়)।
- ↑ টেমপ্লেট:Canmore
- ↑ সুটন, ম্যাটি। "Scotland and Islam" [স্কটল্যান্ড এবং ইসলাম]। www.heraldscotland.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৪।
- ↑ "Our Team – Glasgow Central Mosque" [আমাদের দল – গ্লাসগো কেন্দ্রীয় মসজিদ] (ইংরেজি ভাষায়)।
- ↑ "UK imam lauds extremist killer in Pakistan; courts controversy"। ইন্ডিয়া টুডে (ইংরেজি ভাষায়)। পিটিআই। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৬।
- ↑ ম্যাককে, ম্যালাম (২৫ মার্চ ২০১৬)। "Glasgow mosque leader praises extremist killer"। বিবিসি নিউজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৬।
- ↑ পিগট, মার্ক (২৫ মার্চ ২০১৬)। "Glasgow: Imam of Central Mosque criticised for praising Pakistani terrorist who killed politician"। ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৬।
- ↑ পোর্টার, টম (২০ অক্টোবর ২০১৬)। "Glasgow Central Mosque accused of hiding links to anti-Ahmadi 'hate speech' group"। ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ মে ২০২১।
- ↑ ব্রুকস, লিবি (১৮ এপ্রিল ২০১৬)। "Scottish Muslim groups fail to attend Ahmadi anti-extremism event"। দ্য গার্ডিয়ান। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১৬।