গ্লাইসেরা শেখমুজিবি

গ্লাইসেরা শেখমুজিবি (Glycera sheikhmujibi) একটি পলিকীট প্রজাতির প্রাণী[১] এনিলিডা পর্বের অন্তর্ভুক্ত নতুন প্রজাতির ক্ষুদ্র এই পলিকীট নলাকৃতি ও হালকা গোলাপি বর্ণের।

গ্লাইসেরা শেখমুজিবি
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: animalia
পর্ব: Annelida
শ্রেণী: Polychaeta
বর্গ: Phyllodocida
পরিবার: Glyceridae
গণ: Glycera
প্রজাতি: G. sheikhmujibi

আবিষ্কার সম্পাদনা

এর আবিষ্কারক হচ্ছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্য ও সমুদ্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক গবেষক ড. মো. বেলাল হোসেন।[২] তার গবেষণার সঙ্গী হিসেবে ছিলেন অস্ট্রেলীয় মিউজিয়াম রিসার্চ ইনস্টিটিউটের পলিকীট বিজ্ঞানী ড. প্যাট হ্যাচিংস। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও ভারতীয় উপমহাদেশের একজন অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ মুজিবুর রহমান এর স্মরণে এর নামকরণ করা হয়।[৩]

বৈশিষ্ট্য সম্পাদনা

গ্লাইসেরা শেখমুজিবি দৈর্ঘ্যে ৪২ মি.মি.। এটি সর্বমোট ১৫৮টি ভাগে বিভক্ত এবং দেহের মধ্যভাগে ২.২ মি.মি. প্রস্থ। নলাকার, নমনীয় ও প্যাপিলা দ্বারা আবৃত ঘণ্টাকৃতির দীর্ঘায়িত চোষক মুখ এর অন্যতম শনাক্তকারী বৈশিষ্ট্য। এই প্রাণীর চোখ নেই। চোষকের প্রান্তিক অংশে চারটি কালো হুকের মতো চোয়াল রয়েছে। চোষকে তিন ধরনের প্যাপিলা থাকে। চোষকের দুই জোড়া চোয়াল শক্ত ত্রিকোণাকৃতির এই লেরনের সঙ্গে যুক্ত থাকে। এ ছাড়া, দেহের মাঝখানে সমান অঙ্গুালাকৃতির লোব আছে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Glycera sheikhmujibi n. sp. (Annelida: Polychaeta: Glyceridae): A New Species of Glyceridae from the Saltmarsh of Bangladesh"MDPI। Diversity। সংগ্রহের তারিখ ৩ জুন ২০২০ 
  2. "নোবিপ্রবির গবেষকের নতুন পলিকীট আবিষ্কার"thedailystar.net। মে ২৭, ২০২০। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ১০, ২০২২ 
  3. "বঙ্গবন্ধুর নামে নতুন প্রজাতির পলিকীট: নামকরণ বিষয়ে যা বললেন"kalerkantho.com। ২৯ মে ২০২০। সংগ্রহের তারিখ জুন ৩, ২০২০