খ্রি-উ-দুম-ব্ত্সান

(গ্লাং-দার-মা থেকে পুনর্নির্দেশিত)

খ্রি-উ-দুম-ব্ত্সান (তিব্বতি: ཁྲི་འུ་དུམ་བཙནওয়াইলি: khri u dum btsan) বা গ্লাং-দার-মা (তিব্বতি: གླང་དར་མ་།་ওয়াইলি: glang dar ma) (রাজত্বকাল ৮৩৮ - ৮৪১) খ্রি-গ্ত্সুগ-ল্দে-ব্র্ত্সানের পরবর্তী এবং অন্তিম তিব্বত সম্রাট ছিলেন।

গ্লাং-দার-মা
তিব্বত সম্রাট
পূর্বসূরিখ্রি-গ্ত্সুগ-ল্দে-ব্র্ত্সান
উত্তরসূরিওদ-স্রুং (গুজ) এবং য়ুম-ব্র্তান (লাসা)
পূর্ণ নাম
খ্রি-উ-দুম-ব্ত্সান
তিব্বতীཁྲི་འུ་དུམ་བཙན
ওয়াইলিkhri u dum btsan
পিতাখ্রি-ল্দে-স্রোং-ব্ত্সান

রাজ্যাভিষেক সম্পাদনা

তিব্বতী প্রবাদানুসারে দুই বোন ধর্মাবলম্বী মন্ত্রী খ্রি-গ্ত্সুগ-ল্দে-ব্র্ত্সানকে হত্যা করে তাঁর বৌদ্ধ ধর্ম বিরোধী ভাই গ্লাং-দার-মাকে সিংহাসনে বসান।[১]:৫১ কিন্তু এই ঘটনার সত্যতা সম্বন্ধে দ্বিমত রয়েছে।[২][৩][৪]:৪৭১[৫]

বৌদ্ধ ধর্ম বিরোধিতা সম্পাদনা

গ্লাং-দার-মাকে বৌদ্ধ ধর্ম বিরোধী সম্রাট হিসেবে বর্ণনা করা হয়েছে। কথিত আছে, তিনি তিব্বত সাম্রাজ্যে বহু বৌদ্ধ ধর্মাবলম্বীদের হত্যা করেছিলেন। কিন্তু এই ঘটনার ঐতিহাসিকতা সম্বন্ধে দ্বিমত রয়েছে।[৬][৭]

মৃত্যু ও সাম্রাজ্যের পতন সম্পাদনা

পদ্মসম্ভবের পঁচিশজন শিষ্যের মধ্যে একজন ল্হা-লুং-দ্পাল-গ্যি-র্দো-র্জে বৌদ্ধ ধর্ম রক্ষার উদ্দেশ্যে গ্লাং-দার-মাকে হত্যা করেন। [৮] :৭১[৯]:১৬৮ গ্লাং-দার-মার মৃত্যুর পর দুই স্ত্রীর দুই পুত্র য়ুম-ব্র্তান এবং ওদ-স্রুং সাম্রাজ্যের অধিকারের জন্য লড়াই শুরু করলে তিব্বত সাম্রাজ্য ভেঙ্গে পড়ে। য়ুম-ব্র্তান মধ্য তিব্বতের দ্বুস অঞ্চল এবং ওদ-স্রুং গুজ অঞ্চলে শাসন করেন।[৮]:৭১

তথ্যসূত্র সম্পাদনা

  1. Shakabpa, Tsepon W. D. Tibet: A Political History (1967), Yale University Press, New Haven and London.
  2. Pelliot, Paul. Histoire Ancienne du Tibet. Paris. Libraire d'amérique et d'orient. 1961, p. 133.
  3. Richardson, H. E. "Khri Gtsug-lde-brtsan's Illness." Bulletin of the School of Oriental and African Studies, 44 (1981), p. 351-352.
  4. Grosier, Jean-Baptiste. Histoire Général de la Chine ou Annales de cet empire: traduites du Tong-kien-kang-mu. (1778) Paris. Reprint: Ch'en-wen publishing company, Taipei, Taiwan. 1969. XIII
  5. Mackerras, Colin. The Uighur Empire According to the T'ang Dynastic Histories: A Study in Sino-Uighur Relations 744-840, p 125. University of South Carolina Press, Columbia, South Carolina. 1972. আইএসবিএন ০-৮৭২৪৯-২৭৯-৬.
  6. Jens Schlieter। "Compassionate Killing or Conflict Resolution? The Murder of King Langdarma according to Tibetan Buddhist Sources"। University of Berne। 
  7. Yamaguchi, Zuiho. “The Fiction of King Dar ma's Persecution of Buddhism.” In Du Dunhuang au Japon: études chinoises et bouddhiques offertes à Michel Soymié, edited by Jean-Pierre Drège, 231–58. Geneva: Droz, 1996.
  8. Rolf Stein. Tibetan Civilization (1972) Stanford University Press. আইএসবিএন ০-৮০৪৭-০৯০১-৭
  9. Beckwith, Christopher I. The Tibetan Empire in Central Asia: A History of the Struggle for Great Power among Tibetans, Turks, Arabs, and Chinese during the Early Middle Ages (1987) Princeton University Press. আইএসবিএন ০-৬৯১-০২৪৬৯-৩
রাজত্বকাল শিরোনাম
পূর্বসূরী
খ্রি-গ্ত্সুগ-ল্দে-ব্র্ত্সান
খ্রি-উ-দুম-ব্ত্সান
রাজত্বকাল ৮৩৮ - ৮৪১
উত্তরসূরী
ওদ-স্রুং (গুজ) এবং য়ুম-ব্র্তান (লাসা)