গ্রেনাডা জাতীয় ফুটবল দল
গ্রেনাডা জাতীয় ফুটবল দল (ইংরেজি: Grenada national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে গ্রেনাডার প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম গ্রেনাডার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা গ্রেনাডা ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৭৮ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং একই বছর হতে তাদের আঞ্চলিক সংস্থা কনকাকাফের সদস্য হিসেবে রয়েছে।[৪] ১৯৩৪ সালের ১৩ই অক্টোবর তারিখে, গ্রেনাডা প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; গ্রেনাডায় অনুষ্ঠিত উক্ত ম্যাচে গ্রেনাডা ব্রিটিশ গায়ানাকে ২–১ গোলের ব্যবধানে পরাজিত করেছে।
ডাকনাম | স্পাইস বয়েজ | ||
---|---|---|---|
অ্যাসোসিয়েশন | গ্রেনাডা ফুটবল অ্যাসোসিয়েশন | ||
কনফেডারেশন | কনকাকাফ (উত্তর আমেরিকা) | ||
প্রধান কোচ | মাইকেল জর্জ ফিন্ডলে[১] | ||
অধিনায়ক | অ্যারন পিয়েরে | ||
সর্বাধিক ম্যাচ | কাসিম লাঙ্গাইগনে (৭২) | ||
শীর্ষ গোলদাতা | রিকি চার্লস (৩৭) | ||
মাঠ | কিরানি জেমস অ্যাথলেটিক স্টেডিয়াম | ||
ফিফা কোড | GRN | ||
ওয়েবসাইট | www | ||
| |||
ফিফা র্যাঙ্কিং | |||
বর্তমান | ১৭৪ ![]() | ||
সর্বোচ্চ | ৮৮ (জুলাই ২০০৯) | ||
সর্বনিম্ন | ১৭৬ (ডিসেম্বর ২০০৭) | ||
এলো র্যাঙ্কিং | |||
বর্তমান | ১৭৬ ![]() | ||
সর্বোচ্চ | ১২৬ (আগস্ট ২০০৪) | ||
সর্বনিম্ন | ১৮৬ (নভেম্বর ২০১৮) | ||
প্রথম আন্তর্জাতিক খেলা | |||
![]() ![]() (গ্রেনাডা; ১৩ অক্টোবর ১৯৩৪) | |||
বৃহত্তম জয় | |||
![]() ![]() (সেন্ট জন'স, অ্যান্টিগুয়া ও বার্বুডা; ১৫ এপ্রিল ১৯৯৮) | |||
বৃহত্তম পরাজয় | |||
![]() ![]() (ভিলেমস্টাট, কুরাসাও; ১০ সেপ্টেম্বর ২০১৮) | |||
কনকাকাফ গোল্ড কাপ | |||
অংশগ্রহণ | ২ (২০০৯-এ প্রথম) | ||
সেরা সাফল্য | গ্রুপ পর্ব (২০০৯, ২০১১) |
৮,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট কিরানি জেমস অ্যাথলেটিক স্টেডিয়ামে স্পাইস বয়েজ নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় গ্রেনাডার রাজধানী সেন্ট জর্জ'সে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন মাইকেল জর্জ ফিন্ডলে এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন শ্রুসবারি টাউনের রক্ষণভাগের খেলোয়াড় অ্যারন পিয়েরে।
গ্রেনাডা এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, কনকাকাফ গোল্ড কাপে গ্রেনাডা এপর্যন্ত ২ বার অংশগ্রহণ করেছে, যার প্রত্যেকবার তারা শুধুমাত্র গ্রুপ পর্বে অংশগ্রহণ করতে সক্ষম হয়েছে।
শেন রেনি, কাসিম লাঙ্গাইগনে, কিথসন বাইন, রিকি চার্লস এবং জামাল চার্লসের মতো খেলোয়াড়গণ গ্রেনাডার জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।
র্যাঙ্কিং সম্পাদনা
ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে, ২০০৯ সালের জুলাই মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে গ্রেনাডা তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (৮৮তম) অর্জন করে এবং ২০০৭ সালের ডিসেম্বর মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে তারা ১৭৬তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে গ্রেনাডার সর্বোচ্চ অবস্থান হচ্ছে ১২৬তম (যা তারা ২০০৪ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১৮৬। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:
- ফিফা বিশ্ব র্যাঙ্কিং
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
১৭২ | ৬ | কিউবা | ৯৬৮.২৯ |
১৭৩ | বারমুডা | ৯৬৬.২৭ | |
১৭৪ | গ্রেনাডা | ৯৬০.৭৭ | |
১৭৫ | নেপাল | ৯৫৮.০৫ | |
১৭৬ | কম্বোডিয়া | ৯৪২.৯৭ |
- বিশ্ব ফুটবল এলো রেটিং
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
১৭৪ | ৭ | সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন দ্বীপপুঞ্জ | ১১৪০ |
১৭৫ | ৫ | সিঙ্গাপুর | ১১২৮ |
১৭৬ | ১৮ | গ্রেনাডা | ১১২৭ |
১৭৭ | ৩ | বেলিজ | ১১০৯ |
১৭৮ | ৪ | দক্ষিণ সুদান | ১১০৭ |
প্রতিযোগিতামূলক তথ্য সম্পাদনা
ফিফা বিশ্বকাপ সম্পাদনা
ফিফা বিশ্বকাপ | বাছাইপর্ব | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
সাল | পর্ব | অবস্থান | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | |
১৯৩০ | অংশগ্রহণ করেনি | অংশগ্রহণ করেনি | |||||||||||||
১৯৩৪ | |||||||||||||||
১৯৩৮ | |||||||||||||||
১৯৫০ | |||||||||||||||
১৯৫৪ | |||||||||||||||
১৯৫৮ | |||||||||||||||
১৯৬২ | |||||||||||||||
১৯৬৬ | |||||||||||||||
১৯৭০ | |||||||||||||||
১৯৭৪ | |||||||||||||||
১৯৭৮ | |||||||||||||||
১৯৮২ | উত্তীর্ণ হয়নি | ২ | ০ | ০ | ২ | ৪ | ৮ | ||||||||
১৯৮৬ | প্রত্যাহার | প্রত্যাহার | |||||||||||||
১৯৯০ | অংশগ্রহণ করেনি | অংশগ্রহণ করেনি | |||||||||||||
১৯৯৪ | |||||||||||||||
১৯৯৮ | উত্তীর্ণ হয়নি | ২ | ০ | ০ | ২ | ১ | ৭ | ||||||||
২০০২ | ২ | ০ | ১ | ১ | ৪ | ৫ | |||||||||
২০০৬ | ৪ | ২ | ০ | ২ | ১০ | ৭ | |||||||||
২০১০ | ৩ | ১ | ১ | ১ | ১২ | ৫ | |||||||||
২০১৪ | ৬ | ১ | ১ | ৪ | ৭ | ১৪ | |||||||||
২০১৮ | ৪ | ১ | ০ | ৩ | ৩ | ৭ | |||||||||
২০২২ | অনির্ধারিত | অনির্ধারিত | |||||||||||||
মোট | ০/২১ | ২১ | ৫ | ২ | ১৪ | ৩৭ | ৪৮ |
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ "Grenada Football Association Appoints New Senior Men's National Team Head Coach"। Grenada Football Association। ২১ জানুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০২১।
- ↑ ক খ "ফিফা/কোকা-কোলা বিশ্ব র্যাঙ্কিং"। ফিফা। ২০ জুলাই ২০২৩। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২৩।
- ↑ ক খ গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"। eloratings.net। ৩০ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২২।
- ↑ The Royal Gazette. 9 December 1978.
বহিঃসংযোগ সম্পাদনা
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (ইংরেজি)
- ফিফা-এ গ্রেনাডা জাতীয় ফুটবল দল ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৯ আগস্ট ২০১৮ তারিখে (ইংরেজি)
- কনকাকাফ-এ গ্রেনাডা জাতীয় ফুটবল দল ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২১ জানুয়ারি ২০২১ তারিখে (ইংরেজি)