গৌতম বুদ্ধ দাশ

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য

গৌতম বুদ্ধ দাশ চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) সাবেক উপাচার্য। শিক্ষায় বিশেষ অবদানের জন্য তিনি ২০২২ সালে একুশে পদক লাভ করেন।[৩]

গৌতম বুদ্ধ দাশ
প্রফেসর গৌতম বুদ্ধ দাশ
চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (১ম মেয়াদে)
কাজের মেয়াদ
৯ ডিসেম্বর ২০১৪[১] – ৮ ডিসেম্বর ২০১৮
চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (২য় মেয়াদে)
কাজের মেয়াদ
৯ ডিসেম্বর ২০১৮ – ৮ ডিসেম্বর ২০২২
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1963-07-01) ১ জুলাই ১৯৬৩ (বয়স ৬০)[২]
চাঁদপুর শহর, চট্টগ্রাম, বাংলাদেশ
প্রাক্তন শিক্ষার্থী
জীবিকাঅধ্যাপক
ধর্মহিন্দুধর্ম
গৌতম বুদ্ধ দাশ

শিক্ষাজীবন সম্পাদনা

১৯৮৫ সালে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অ্যানিম্যাল হাজবেন্ড্রি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।[৪] ১৯৮৬ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে পোল্ট্রি নিউট্রিশন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০০৮ সালে হিউম্যান রিসোর্চ ম্যানেজমেন্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং ২০১২ সালে পোল্ট্রি নিউট্রিশন বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[৫]

কর্মজীবন সম্পাদনা

তিনি ২০০০ সালে সিভাসুতে প্রফেসর হিসেবে যোগ দেন। ১ম মেয়াদে, ২০১৮ সালের ৮ ডিসেম্বর পর্যন্ত তিনি সিভাসুর উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপতি আব্দুল হামিদ ২০১৮ সালের ৯ ডিসেম্বর থেকে, দ্বিতীয় মেয়াদে চার বছরের জন্য তাকে পুনরায় নিয়োগ দেন।[৬] তিনি সিভাসুর ভেটেরিনারি মেডিসিন অনুষদের অ্যানিম্যাল সাইন্স অ্যান্ড নিউট্রিশন বিভাগের অধ্যাপক।[৫] বিশ্ববিদ্যালয়টির আরেকটি অনুষদ, খাদ্য ও পুষ্টিবিজ্ঞান অনুষদের ডীন হিসেবে দুই বছর দায়িত্ব পালন করেন। অ্যানিম্যাল সাইন্স অ্যান্ড নিউট্রিশন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে ৯ বছর দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়টির সিন্ডিকেট এবং অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য ছিলেন।[৫]

ব্যক্তিগত জীবন সম্পাদনা

গৌতম বুদ্ধ দাশ ১৯৬৩ সালে চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন।[৪] তার বাবার নাম স্বদেশ রঞ্জন দাশ এবং মায়ের নাম সাবিত্রি রানী দাশ।[২]

সৃষ্টিকর্ম সম্পাদনা

গ্রন্থ সম্পাদনা

বাংলা একাডেমি থেকে ২০০৫ সালে ‘পোল্ট্রি উৎপাদন’ শিরোনামে তার একটি গ্রন্থ প্রকাশিত হয়।[৫]

গবেষণা প্রবন্ধ সম্পাদনা

বিভিন্ন জার্নালে তার ২৫ টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।[৫]

পুরস্কার সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "সিভাসুর নতুন ভিসি ড. গৌতম বুদ্ধ দাশ"। ৯ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "অধ্যাপক ডক্টর গৌতম বুদ্ধ দাশ"। ১৪ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০১৯ 
  3. একুশে পদক পাচ্ছেন ২৪ বিশিষ্ট নাগরিক, ইত্তেফাক ৩ ফেব্রুয়ারি ২০২২
  4. "ড. গৌতম বুদ্ধ দাস দ্বিতীয় মেয়াদে সিভাসুর উপাচার্য"। ৭ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১২ জুন ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. "দ্বিতীয় মেয়াদে সিভাসুর উপাচার্য ড. গৌতম বুদ্ধ দাশ"। ৬ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১২ জুন ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. "দ্বিতীয় মেয়াদে চট্টগ্রাম ভেটেরিনারি ভার্সিটির ভিসি হলেন ড. গৌতম বুদ্ধ দাশ"। ৮ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০১৯