গোসিংগা ইউনিয়ন

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার একটি ইউনিয়ন

গোসিংগা ইউনিয়ন বাংলাদেশের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[১]

গোসিংগা
ইউনিয়ন
৭ নং গোসিংগা ইউনিয়ন পরিষদ
গোসিংগা ঢাকা বিভাগ-এ অবস্থিত
গোসিংগা
গোসিংগা
গোসিংগা বাংলাদেশ-এ অবস্থিত
গোসিংগা
গোসিংগা
বাংলাদেশে গোসিংগা ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°১১′৬″ উত্তর ৯০°৩২′১০″ পূর্ব / ২৪.১৮৫০০° উত্তর ৯০.৫৩৬১১° পূর্ব / 24.18500; 90.53611 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাগাজীপুর জেলা
উপজেলাশ্রীপুর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট১৬ বর্গকিমি (৬ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট৪২,৮৪৪
 • জনঘনত্ব২,৭০০/বর্গকিমি (৬,৯০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড১৭৪৭ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

প্রশাসনিক এলাকা সম্পাদনা

  • গ্রামের নাম জনসংখ্যা গ্রামের নাম *জনসংখ্যা
    • গোসিংগা ১৯০০জন
    • কাইচাবাড়ী ৫২২জন
    • খোজেখানী ১৩৭৩ জন
  • -চাওবন ৮৮৭ জন
    • পেলাইদ ২৮৬৫ জন
    • বেড়াবাড়ী ৯২৭ জন
    • কর্নপুর===৮১৯ জন
    • হায়াতখারচালা ১১৫৬ জন
    • পাঁচলটিয়া ৫০৯ জন
    • নারায়নপুর ২৭৫৪ জন
    • গাজীয়ারন ৬৩৪ জন
    • লতিফপুর ৩৭৪৮ জন
    • পটকা ৩৫৮৬ জন
    • দড়িখোজেখানী ১৫০০ জন
    • হেরাপটকা ৫০০ জন
    • সাভারচালা ৬৫০জন
    • বাউনী ২০২০ জন
    • মাটিয়াগাড়া ১২০০জন
    • খিলপাড়া ১৫০০ জন[২]

ইতিহাস সম্পাদনা

অন্যান্য তথ্য-উপাত্ত সম্পাদনা

শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নটি ১৯টি সমন্বয়ে গঠিত ইউনিয়ন পরিষদ।

শিক্ষা গোসিংগা উচ্চ বিদ্যালয়। গোসিংগা আলিম মাদ্রাসা, লতিফপুর আশরাফুল উলূম আলিম মাদ্রাসা। সম্পাদনা

  • পেলাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • *পেলাইদ আদর্শ কারিগরি স্কুল
  • *আকন্দ বাড়ি ফুরকানিয়া মাদ্রাসা

ঈদগাহ:

আকন্দ বাড়ি ঈদগাহ, পেলাইদ।

মসজিদ :

পেলাইদ আকন্দ বাড়ি জামে মসজিদ।

অর্থনীতি সম্পাদনা

খোজেখানী বালিকা উচ্চ বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

উপজেলা থেকে যোগাযোগের ব্যবস্থা- সিএনজি, ইজি বাইকের মাধ্যমে

ব্যক্তিত্ব সম্পাদনা

  • মরহুম রহম আলী আকন্দ।
  • মরহুম ভুলাই ফরাজী, মরহুম সিরাব্দী ফরাজী, মরহুম জনব আলী ফরাজী, মরহুম আব্দুর রহমান ফরাজী ও মরহুম হাফেজ আব্দুর রশিদ ফরাজী।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "শ্রীপুর উপজেলা (গাজীপুর) - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৮ 
  2. "গোসিংগা ইউনিয়ন"। সংগ্রহের তারিখ ২০২১-১২-২৩ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]