গোলাম মোস্তফা বর্ধমানী

১৮শ শতাব্দীর আলেমে দ্বীন ও কবি

গোলাম মোস্তফা বর্ধমানী (আরবি: غلام مصطفى البردواني) ছিলেন ১৮ শতাব্দীর একজন আলেমে দ্বীন এবং কবি।[১] তিনি পশ্চিম বাংলার বর্ধমানের লোক ছিলেন। বাখান আব্দুল হাই লখনভি এবং মোহম্মদ ইসহাক ভট্টির গ্রন্থে তার নামের উল্লেখ পাওয়া যায় যেখানে তাঁকে ইসলামী আইনশাস্ত্র ক্ষেত্রের একজন বিশিষ্ট আলেম হিসেবে পরিচিত করিয়ে দেওয়া হয়।[২]


গোলাম মোস্তফা

বর্ধমানী সাহেব
ব্যক্তিগত তথ্য
জন্ম
মৃত্যু
সম্ভবত বীরভূম
ধর্মইসলাম
আখ্যাসুন্নি
শিক্ষালয়হানাফি
মুসলিম নেতা
শিক্ষকআব্দুল আলী বাহরুল উলুম

জীবনী সম্পাদনা

গোলাম মোস্তফা সুবাহ বাংলার বর্ধমানের একটি সম্ভ্রান্ত বাঙ্গালী মুসলিম খান্দানে জন্মগ্রহণ করেছিলেন। মশহুর আলেম আব্দুল আলী বাহারুল উলুমের শাগরেদ ছিলেন এবং হানাফী মজহবের অনুসারী ছিলেন।[৩] ইসলামী শিক্ষার তালিম নিয়ে, বর্ধমানী সাহেব বহু বছর হিন্দুস্তানের ইটাওয়া শহরের মুফতি হিসাবে দিন কাটান।[৪] তারপর, বর্ধমানী সাহেব হিন্দুস্তান থেকে বাংলায় ফিরে নিজবাড়ি বর্ধমানের কাছাকাছি বীরভূম জেলায় স্থানান্তরিত হন ও সেখানে বাকী জীবন পার করেন।[৫] বর্ধমানী সাহেব ফার্সী ভাষার একজন জবরদস্ত কবিও ছিলেন।[৬]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "غلام مصطفى البردواني"tarajm.com (আরবি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২২ 
  2. মোহম্মদ ইসহাক ভট্টি (১৯৮১)। "مفتی غلام مصطفی بردوانی"। ফুকাহায়ে হিন্দ (উর্দু ভাষায়)। মহম্মদ আশরাফ দার।  ৬/৩/৫০০.
  3. আব্দুল হাই লখনভি (১৯৫১)। নুজহতুল খাওয়াতির (আরবি ভাষায়)। । মতবায়াতে দায়েরাতুল মায়ারিফ আল-ওসমানিয়া। পৃষ্ঠা ৩৭০। 
  4. মোঃ এশারৎ আলী মোল্লা (১৯৯৩)। "4. Life of Mulla Bahrul Uloom, his teachers and pupils, and views of prominent Ulama on him"। Life and works of Mulla Bahrul Uloom (d. 1225 A.H.) (গবেষণাপত্র)। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। পৃষ্ঠা ৬৮-৬৯। 
  5. আব্দুস সালাম খাঁন (১৯৯৬)। بر صغير كے علماءے معقولات و انكى تصنيفات (উর্দু ভাষায়)। পাটনা, বিহার: খুদা বখশ ওরিয়েন্টাল লাইব্রেরী। পৃষ্ঠা ২৮১। 
  6. রুহুল আমিন শেখ (৩ ফেব্রুয়ারি ২০২১)। "مكانة اللغة العربية في ولاية بنغال الغربية" [পশ্চিমবঙ্গে আরবি ভাষার মর্যাদা]। Ktlyst (আরবি ভাষায়)।