গোলাম মাওলা (আলোকচিত্রী)

গোলাম মাওলা (জন্ম: ১৯৩২; মৃত্যু: ২০ ফেব্রুয়ারি, ১৯৮৩) বাংলাদেশের একজন প্রথম সারির আলোকচিত্র সাংবাদিক ছিলেন। তাকে বাংলাদেশে আলোকচিত্র সাংবাদিকতার প্রবর্তক বলা হয়। তিনি বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য।[১]

গোলাম মাওলা
বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির নিউজ লেটারে প্রকাশিত গোলাম মাওলার প্রতিকৃতি
জন্ম
মিন্টু

১৯৩২
মৃত্যু২০ ফেব্রুয়ারি ১৯৮৩(1983-02-20) (বয়স ৫০–৫১)
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ববাংলাদেশী
পেশা
কর্মজীবন১৯৬৫–বর্তমান

প্রাথমিক জীবন সম্পাদনা

কর্মজীবন সম্পাদনা

প্রথম বয়সে তিনি মুকুল ফৌজের শিক্ষা শিবিরের প্রশিক্ষক হিসেবেও কাজ করেছেন। ১৯৬৫ সালে দৈনিক পাকিস্তান পত্রিকায় তার কর্ম জীবনের শুরু। দৈনিক পাকিস্তান থেকে স্বাধীনতার পর দৈনিক বাংলা পত্রিকায় প্রধান আলোকচিত্রশিল্পী হিসেবে জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে গেছেন।[২][৩]

বিশেষ অবদান সম্পাদনা

মুক্তিযুদ্ধের অনেক গুরুত্বপূর্ণ ছবি ধরা পড়েছে তার ক্যামেরায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনেক অসাধারণ ছবি তুলেছেন তিনি। বঙ্গবন্ধুর মৃত্যুর পর যে অল্প ক’জন আলোকচিত্র সাংবাদিককে সেনা প্রহরায় ৩২ নম্বরের বাসভবনে ঢুকতে দেয়া হয় তিনি তাদের মধ্যে একজন। বঙ্গবন্ধুর মৃত্যুর পরে প্রতিকুলতার মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে মৃতদেহের ছবি তুলেন। সত্তরের মহাপ্রলয়, চুয়াত্তরের গোলযোগ, পঁচাত্তরের হট্টোগোল, ছিয়াত্তরের ফারাক্কা মিছিলের ফিচার ফটোগ্রাফি করে তিনি বিশেষভাবে পরিচিত। সংবাদপত্রে আলোকচিত্রশিল্পীদের মর্যাদা বাড়ানোর জন্য তিনি প্রেস-ফটোগ্রাফারদেরকে আলোকচিত্র সাংবাদিক হিসেবে মর্যাদা দেওয়ার জন্য আন্দোলন গড়ে তুলেছিলেন।[৪]

বাংলাদেশ স্বাধীন হবার পর গোলাম মাওলা আরমানীটোলা সমাজকল্যাণ কেন্দ্রে একটি ফটোগ্রাফি শিক্ষা বিভাগ চালু করেছিলেন। ১৯৮২ সালের প্রথম দিকে আলোকচিত্র সাংবাদিকতা বিষয়ক শিক্ষা কেন্দ্র আরমানীটোলা আলোকচিত্র প্রশিক্ষন কেন্দ্র প্রতিষ্ঠা করেন।

অর্জন সম্পাদনা

জনাব মাওলা ১৯৭১ সালে জাপানে এবং ১৯৭৫ সালে বার্লিনে অনুষ্ঠিত ফটোগ্রাফি প্রতিযোগিতায় পুরস্কৃত হয়েছিলেন।

মৃত্যু সম্পাদনা

গোলাম মাওলা ২০শে ফেব্রুয়ারি ১৯৮৩ সালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫১ বছর।

তথ্যসূত্র সম্পাদনা

  1. মহসিন, এ. কে. এম. (ডিসেম্বর ২০০৯)। "৬ষ্ঠ জাতীয় সম্মেলন ২০০৯"। বাংলাদেশ ফটোজার্নালিষ্ট এসোসিশেন: ১৯, ২৩। 
  2. বেগ, মঞ্জুর আলম (মার্চ ১৯৮৩)। নিউজ লেটার। ঢাকা, বাংলাদেশ: বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি। 
  3. বাবুল(FBPS), আবদুল মালেক (এপ্রিল ১৯৮৩)। নিউজ লেটার। ঢাকা, বাংলাদেশ: বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি। পৃষ্ঠা ১১। 
  4. রহমান, আনিস (১৬ ডিসেম্বর ২০১৬)। "৭১ বিস্মৃত ছবিঅলা"। সপ্তাহের বাংলাদেশ - সাপ্তাহিক। চ্যানেল আই ভবন, ৪০ শহীদ তাজউদ্দিন আহমেদ স্মরণী, তেজগাঁও, ঢাকা-১২০০, বাংলাদেশ: গোলাম মর্তুজা। পৃষ্ঠা ৩৬। গোলাম মওলা