গোর্খা স্টেডিয়াম

গোর্খা স্টেডিয়াম হল পশ্চিমবঙ্গের দার্জিলিঙের লেবঙে অবস্থিত একটি বিবিধ-ক্রীড়া স্টেডিয়াম। এখানে ১৫,০০০ দর্শক বসে খেলা দেখতে পারেন এবং এটি ব্যবহৃত হয় ফুটবল, ক্রিকেট ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য।[১]

গোর্খা স্টেডিয়াম
গোর্খা স্টেডিয়াম
মানচিত্র
অবস্থানদার্জিলিং, পশ্চিমবঙ্গ, ভারত
মালিকদার্জিলিং হিল গোর্খা স্পোর্টস অ্যাসোশিয়েসন
ধারণক্ষমতা১৫,০০০
নির্মাণ
নির্মিত১৯৯৩

গোর্খা স্টেডিয়াম নির্মিত হয়েছিল ১৯৯৩ সালে। ২০০৪ সালেও এটি অর্ধ-সমাপ্ত অবস্থায় ছিল। বর্তমানে এই মাঠটি রাজনৈতিক সভাসমিতির কাজে ব্যবহার করা হয়।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "100th episode of Herlihy Memorial Football Tournament will kick off at Gorkha Stadium Lebong, Darjeeling on 5th of August"goalie365.com। ২৬ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৬ 
  2. "Dearth of sites in hill town"The Telegraph। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৬