গোয়া পিপলস কংগ্রেস
গোয়া পিপলস কংগ্রেস (জিপিসি) গোয়াতে ভারতীয় জাতীয় কংগ্রেসের একটি বিভক্ত দল। ২০০০ সালে ফ্রান্সিসকো সার্ডিনহার নেতৃত্বে জিপিসি কংগ্রেস থেকে আলাদা হয়ে যায়।[১][২]
জিপিসি সারদিনহাকে করে ভারতীয় জনতা পার্টির সাথে একত্রে রাজ্যে একটি জোট সরকার গঠন করে। সেই সরকার ছিল নয় মাস। জিপিসির সাথে সম্পর্ক ছিন্ন করার পর, বিজেপি অন্যান্য কংগ্রেস বিরোধীদের সমর্থন নিয়ে শাসন করতে থাকে। সারদিনহা মন্ত্রিসভার পতনের পর দয়ানন্দ নার্ভেকারের নেতৃত্বে বিধানসভার দুই জিপিসি সদস্য বিচ্ছিন্ন হয়ে একটি সমান্তরাল জিপিসি গঠন করেন।
সারদিনহার জিপিসি ৫ এপ্রিল, ২০০১-এ ভারতীয় জাতীয় কংগ্রেসের সাথে একীভূত হয়। একই বছর ২৭শে আগস্ট নার্ভেকারের জিপিসি কংগ্রেসে একীভূত হয়।
মুখ্যমন্ত্রীর তালিকা
সম্পাদনা- ফ্রান্সিসকো সার্ডিনহা
- প্রথম মেয়াদ: ২৪ নভেম্বর ১৯৯৯ থেকে ২৩ অক্টোবর ২০০০