গোমস্তাপুর ইউনিয়ন

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার একটি ইউনিয়ন

গোমস্তাপুর ইউনিয়ন গোমস্তাপুর উপজেলার একটি প্রশাসনিক এলাকা।[১][২]

গোমস্তাপুর
ইউনিয়ন
গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ।
গোমস্তাপুর রাজশাহী বিভাগ-এ অবস্থিত
গোমস্তাপুর
গোমস্তাপুর
গোমস্তাপুর বাংলাদেশ-এ অবস্থিত
গোমস্তাপুর
গোমস্তাপুর
বাংলাদেশে গোমস্তাপুর ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৪৭′৫০″ উত্তর ৮৮°১৭′৪০″ পূর্ব / ২৪.৭৯৭২২° উত্তর ৮৮.২৯৪৪৪° পূর্ব / 24.79722; 88.29444 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলাচাঁপাইনবাবগঞ্জ জেলা
উপজেলাগোমস্তাপুর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট১৬.১০ বর্গকিমি (৬.২২ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১ আদমশুমারী প্রতিবেদন)
 • মোট৪০,৭৭৬
 • জনঘনত্ব২,৫০০/বর্গকিমি (৬,৬০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
মানচিত্র
মানচিত্র

অবস্থান ও আয়তন সম্পাদনা

ইউনিয়ন সীমানা-উত্তরে রহনপুর পৌরসভা, দক্ষিণে শিবগঞ্জ উপজেলার চককির্ত্তী ইউনিয়ন, পূর্বে দিকে নাচোল উপজেলার কসবা ইউনিয়ন, পশ্চিমে দিকে মহানন্দা নদীর পাড়ে চৌডালা ইউনিয়ন। এর আয়তন – ১৬.১০ (বর্গ কিঃ মিঃ)।

শিক্ষা সম্পাদনা

কৃতি সন্তান সম্পাদনা

  1. মোহাঃ হুমায়ূন রেজা চেয়ারম্যান, গোমস্তাপুর উপজেলা পরিষদ, সাবেক চেয়ারম্যান,(দুই বার) গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ।
  2. কমলা রঞ্জন দাস, অতিরিক্ত সচিব, কৃষি মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
  3. শাহানা আক্তার জাহান, উপ-পরিচালক স্থানীয় সরকার (উপসচিব), রাজশাহী।

প্রশাসনিক ব্যবস্থা সম্পাদনা

এটি মোট ৩২ টি গ্রাম এবং ১৫ টি মৌজার সমন্বয়ে গঠিত। গোমস্তাপুর ইউনিয়ন এর ওয়ার্ডসমূহ হলোঃ

  • দেবিনগর, নামটোলা,নয়াদিয়াড়ী অংশ
  • নয়াদিয়াড়ী
  • রাজারামপুর,বালুগ্রাম, দখিন্টোলা
  • খোসালপাড়া
  • গোমস্তাপুর
  • চকপুস্তম ও হোগলা অংশ
  • বেগমনগর,হোগলা অংশ
  • নিমতলা কাঁঠাল
  • দোসিমানী, অভিমান্যপুর

তথ্যসূত্র সম্পাদনা

  1. "গোমস্তাপুর উপজেলা - বাংলাপিডিয়া"বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১০ 
  2. "গোমস্তাপুর ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১০