গোমতী নদী (উত্তরাখণ্ড)
গোমতী (হিন্দি: गोमती) সরযূ নদীর একটি শাখা নদী। নদীটি ভারতের উত্তরাখণ্ডের বৈজনাথ শহরের উত্তর-পশ্চিমে ভাটকোটের উঁচু এলাকায় উৎপত্তি লাভ করে।[১] পরে এটি বাগেশ্বরে যেয়ে সরযূ নদীর সাথে মিলিত হয়েছে।[২] [৩] তারপর দুই নদীর সম্মিলিত ধারা পঞ্চেশ্বরের দিকে অগ্রসর হয়ে সারদা বা কালী নদীর সাথে মিলিত হয়েছে।[তথ্যসূত্র প্রয়োজন]
গোমতী উপত্যকা, বৈজনাথের কাতুরি রাজার নামানুসারে কাতিয়ার উপত্যকা নামেও পরিচিত। গোমতী উপত্যকা কুমায়ুন অঞ্চলে একটি কৃষি প্রধান এলাকা গঠন করে।[১] এই উপত্যকায় অবস্থিত প্রধান শহরগুলোর মধ্যে রয়েছে গরুড় ও বৈজনাথ।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ Rawat, Ajay S. (১৯৯৯)। Forest management in Kumaon Himalaya : struggle of the marginalised people (ইংরেজি ভাষায়)। সিন্ধু পাব. কো। পৃষ্ঠা ১৯। আইএসবিএন 9788173871016।
- ↑ Negi, S.S. (১৯৯৩)। Kumaun : the land and the people (ইংরেজি ভাষায়)। সিন্ধু পাব. কো। পৃষ্ঠা ১৯৫। আইএসবিএন 9788185182896। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৭।
- ↑ গুনারত্নে, অর্জুন (২০১০)। Culture and the Environment in the Himalaya (ইংরেজি ভাষায়)। রুটলেজ। পৃষ্ঠা ১৩৪। আইএসবিএন 9781135192877। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৭।