গোপীনাথ জিউ মন্দির, ফান্দাউক

ব্রাহ্মণবাড়িয়া জেলার ফান্দাউক গ্রামের অতি প্রাচীন মোগল আমলের স্থাপত্য মন্দির।

গোপীনাথ জিউ মন্দির বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা, নাসিরনগর উপজেলা, ফান্দাউক অবস্থিত। এই মন্দিরের স্থাপত্যশৈলী এবং সৌন্দর্য পূর্ণনকশা মুগল আমলের স্থাপত্য নির্দশন। মন্দিরটি প্রায় অনেক বছরের পুরনো। মন্দিরটি বর্তমানে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) দ্বারা পরিচালিত হয়। সনাতন ধর্মাবলম্বীদের পূজা-অর্চনা ও দেশি- বিদেশি ভক্তদের পদচারণয় মুখরিত।

গোপীনাথ জিউ মন্দির
ধর্ম
অন্তর্ভুক্তিহিন্দুধর্ম
জেলাব্রাহ্মণবাড়িয়া
উৎসবকৃষ্ণ জন্মাষ্টমী, রাধা জন্মাষ্টমী, রথযাত্রা, দোলপূর্ণিমা।
পরিচালনা সংস্থাআন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ
অবস্থান
অবস্থানফান্দাউক
দেশবাংলাদেশ বাংলাদেশ
স্থাপত্য
স্থাপত্য শৈলীমোগল আমলে স্থাপত্য
প্রতিষ্ঠার তারিখ১৩৬০ বঙ্গাব্দ

ইতিহাস সম্পাদনা

গোপীনাথ জিউ মন্দির ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর উপজেলার ফান্দাউকের ঐতিহ্যবাহী মন্দির[১]। মন্দিরটি অনেক প্রাচীন[২]। এই মন্দিরটি প্রায় চারতলা বিশিষ্ট উঁচু। মন্দিরের নকশা মোগল আমলের স্থাপত্য নির্দশন[৩]। বাংলায় ১৩৬০ সনে এই মন্দিরটি প্রতিষ্ঠিত। এই মন্দিরের ঐতিহ্য শত বছরের পুরনো। এই মন্দিরে উপরে পাঁচটি চূড়া রয়েছে।

মন্দির সম্পাদনা

এই মন্দিরে রাধা কৃষ্ণ এবং জগন্নাথগৌরাঙ্গ মহাপ্রভু প্রধান দেবতা। মন্দিরের প্রতিটি জায়গায় মুগল আমলের স্থাপত্য নকশা রয়েছে। এই মন্দিরের পাঁচটি চূড়া রয়েছে[৪]। প্রধান মন্দিরে ভগবানের পূজা অর্চনা করা হয়[৫] এবং পাশের ভবন গুলো সাধু নিবাস রয়েছে ও অপর পাশে রয়েছে চৌচালা নাট মন্দির[৬]

উৎসব সম্পাদনা

মন্দিরের প্রধান উৎসব মধ্যে হলোঃ

  • শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, রাধা রাণীর জন্মাষ্টমী, গৌর পূর্ণিমা।
  • জগন্নাথ দেবের রথযাত্রা, স্নানযাত্রা মহোৎসব।
  • দোল যাত্রা, রাসপূর্ণিমা, ভগবত আলোচনা, ইত্যাদি।

স্থাপত্যশৈল্য নকশা সম্পাদনা

  • মন্দিরের বিভিন্ন জায়গায় নকশা ও কারুশিল্পে পরিপূর্ণ ও মোগল আমলের স্থাপত্য নকশা রয়েছে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ফান্দাউক ইউনিয়ন - উইকিপিডিয়া"bn.m.wikipedia.org। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০২ 
  2. প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া (২০১৭-০৩-০৫)। "নাসিরনগরে ইসকন মন্দির থেকে মূর্তি চুরি"The Daily Star Bangla (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১৩ 
  3. "সংবাদ সংক্ষেপ"SAMAKAL (ইংরেজি ভাষায়)। ২০২১-০৮-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১৩ 
  4. প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া (২০১৭-০৩-০৫)। "নাসিরনগরে ইসকন মন্দির থেকে মূর্তি চুরি"The Daily Star Bangla (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০২ 
  5. প্রতিবেদক, নিজস্ব। "নাসিরনগরে মূর্তি চুরির অভিযোগে গ্রেপ্তার ৬"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০২ 
  6. "নাসিরনগরে মন্দির থেকে মূর্তি চুরির ঘটনায় আটক ৬"jagonews24.com। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০২