গোপাল ভাঁড় (চলচ্চিত্র)
১৯৮০ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্র
গোপাল ভাঁড় ১৯৮০ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্র। বাঙালি রসিক গোপাল ভাঁড়ের (গোপালচন্দ্র পরমানক) জীবনকে কেন্দ্র করে চলচ্চিত্রটি নির্মিত। ছবিটি পরিচালনা করেছেন অমল সুর এবং সঙ্গীত পরিচালনা করেছেন রবীন্দ্র জৈন। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সন্তোষ দত্ত তিনি এতে গোপাল ভাঁড়ের চরিত্রে অভিনয় করেছেন এছাড়াও পার্শ্ব চরিত্রে আরো অনেকে রয়েছেন।[১]
গোপাল ভাঁড় | |
---|---|
পরিচালক | অমল সুর |
উৎস | গোপাল ভাঁড়ের জীবন অবলম্বনে |
শ্রেষ্ঠাংশে | সন্তোষ দত্ত |
সুরকার | রবীন্দ্র জৈন |
মুক্তি | ১৯৮০ |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
অভিনয়ে
সম্পাদনা- সন্তোষ দত্ত
- রবি ঘোষ
- তরুণ কুমার
- সত্য বন্দ্যোপাধ্যায়
- অসিত বরণ
- অনামিকা সাহা
- নির্মল কুমার
- মৃণাল মুখোপাধ্যায়
- লিলি চক্রবর্তী
- নন্দিনী মালিয়া
- রত্না ঘোষাল
- পদ্মা দেবী
- ভারতী দেবী
- অরুণ মুখোপাধ্যায়
- মীনাক্ষী গোস্বামী
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "গোপাল ভাঁড়"। Induna। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০২২।