গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি
বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহকারী পল্লী বিদ্যুতায়ন বোর্ডের একটি সমিতি
গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পরিচালিত ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির একটি। গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ঢাকা বিভাগের গোপালগঞ্জ জেলায় ০৪টি জোনাল অফিস, ০২টি সাব-জোনাল অফিস এবং ১৫টি অভিযোগ কেন্দ্রের[২] মাধ্যমে বিদ্যুৎ সেবা প্রদান করে থাকে। গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নিবন্ধিত হয় ১৯৯৭ সালে এবং বানিজ্যিকভাবে বিদ্যুতায়িত হয় ৩ মার্চ, ১৯৯৮ সালে।
গোপালগঞ্জ পবিস | |
নীতিবাক্য | গ্রাম পর্যায়ে বিদ্যুৎ পৌঁছানো এবং উন্নয়ন |
---|---|
গঠিত | ১৯৯৭ |
ধরন | সরকারি |
আইনি অবস্থা | সক্রিয় |
পেশাগত উপাধি | পল্লী বিদ্যুৎ সমিতি |
সদরদপ্তর | কারারগাতী, গোপালগঞ্জ |
যে অঞ্চলে | গোপালগঞ্জ জেলা |
পরিষেবা | বিদ্যুৎ |
দাপ্তরিক ভাষা | বাংলা ও ইংরেজি |
জেনারেল ম্যানেজার | মোঃ জুলফিকার রহমান[১] |
সম্পৃক্ত সংগঠন | বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড |
ওয়েবসাইট | pbs |
ইতিহাস
সম্পাদনাগোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এর যাত্রা শুরু হয় ১৯৯৭ সালে। এ সমিতির অধীনে ৫টি উপজেলা, ৭০টি ইউনিয়ন ও ৯০৩টি গ্রাম রয়েছে। এর সদর দপ্তর গোপালগঞ্জ জেলার কারারগাতীতে অবস্থিত।
জোনাল অফিসসমূহ
সম্পাদনাএ পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে থাকা জোনাল অফিসগুলো হচ্ছে:
সাব-জোনাল অফিস
সম্পাদনা- টেকেরহাট সাব-জোনাল অফিস
- রামদিয়া সাব-জোনাল অফিস
অভিযোগ কেন্দ্র
সম্পাদনা- সদর দপ্তর অভিযোগ কেন্দ্র
- সাতপাড় অভিযোগ কেন্দ্র
- ভেন্নাবাড়ী অভিযোগ কেন্দ্র
- কাশিয়ানী অভিযোগ কেন্দ্র
- রামদিয়া অভিযোগ কেন্দ্র
- রাজপাট অভিযোগ কেন্দ্র
- মুক্সুদপুর অভিযোগ কেন্দ্র
গ্রাহক সংখ্যা
সম্পাদনাগোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির তিন লক্ষেরও বেশি আবাসিক গ্রাহক রয়েছে।
অন্যান্য তথ্য
সম্পাদনা- মোট আয়তন: ১৪৯০.৯৩ বর্গ কিলোমিটার
- সিস্টেম লস: ১০.৬৫% (জুন, ২০২২ পর্যন্ত)
- উপকেন্দ্রের সংখ্যা: ১৩টি
- মোট নির্মিত লাইন: ৬৬৭৭.৮৮৫ কিলোমিটার
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "অফিস প্রধান, গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি"। pbs.gopalganj.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-২৮।
- ↑ "একনজরে, গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি"। pbs.gopalganj.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-২৮।
- ↑ "মুকসুদপুর উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি অফিস"। pbs.muksudpur.gopalganj.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-২৮।
- ↑ "কাশিয়ানী উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি অফিস"। pbs.kashiani.gopalganj.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-২৮।
- ↑ "কোটালীপাড়া উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি অফিস"। pbs.kotalipara.gopalganj.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-২৮।
- ↑ "টুঙ্গিপাড়া উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি অফিস"। pbs.tungipara.gopalganj.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-২৮।