গোড়ায় গলদ হল রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত একটি বাংলা নাটক। এটি ১৮৯২ সালে প্রকাশিত হয়। এটি একটি প্রহসন[১][২] জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত "সংগীত সমাজ"-এ অভিনয়ের জন্য রবীন্দ্রনাথ এই নাটকটি রচনা করেন।[৩] এটির সংক্ষিপ্ত ও পরিমার্জিত রূপ হল রবীন্দ্রনাথের অন্য আরেকটি নাটক "শেষরক্ষা" (১৯২৮)।[২][৩]

গোড়ায় গলদ
লেখকরবীন্দ্রনাথ ঠাকুর
দেশভারত
ভাষাবাংলা
ধরনপ্রহসন
প্রকাশিত১৮৯২

উৎসর্গীকরণ সম্পাদনা

রবীন্দ্রনাথ "গোড়ায় গলদ" নাটকটি তাঁর বন্ধু প্রিয়নাথ সেনকে উৎসর্গ করেন।[৪][৫]

চরিত্রসমূহ সম্পাদনা

  • চন্দ্রকান্ত
  • বিনোদবিহারী
  • নলিনাক্ষ
  • নিমাই
  • ক্ষান্তমণি
  • নিবারণ
  • শিবচরণ
  • ইন্দুমতী
  • কমলমুখী
  • শ্রীপতি
  • ভূপতি
  • ভৃত্য
  • স্ত্রীগণ (২ জন)
  • ললিত[৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, ড. দুলাল চক্রবর্তী, জুলাই - ২০০৭, বাণী বিতান।
  2. রবীন্দ্রনাথ ঠাকুর: জীবন, সাহিত্য ও দর্শন – বঙ্গভারতী
  3. শিল্পকলায় আজ 'শেষরক্ষা', বিনোদন প্রতিবেদক, ১৭ ফেব্রুয়ারি ২০১৭, প্রথম আলো।
  4. "গোড়ায় গলদ - ১ | রবীন্দ্র রচনাবলী"rabindra-rachanabali.nltr.org। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২৯ 
  5. রবীন্দ্র নাটক সমগ্র (অখন্ড), সেপ্টেম্বর ২০১৫, ষষ্ঠ প্রকাশ, কামিনী প্রকাশালয়।

বহিঃসংযোগ সম্পাদনা