গোগনগর ইউনিয়ন
নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ সদর উপজেলার একটি ইউনিয়ন
এই নিবন্ধটি উইকিপিডিয়ার জন্য মানসম্পন্ন অবস্থায় আনতে পরিচ্ছন্ন করা প্রয়োজন। মূল সমস্যা হল: ঐচ্ছিক তথ্য হিসেবে উল্লেখযোগ্য নয় এমন ব্যক্তিদের নাম যুক্ত হয়েছে। (জুন ২০১৯) |
গোগনগর ইউনিয়ন নারায়ণগঞ্জ সদর উপজেলার সবচেয়ে ছোট একটি ইউনিয়ন। এটি ১৯৪৩ খ্রিষ্টাব্দে স্থাপিত হয়।
গোগনগর | |
---|---|
ইউনিয়ন | |
নীতিবাক্য: "সর্বদা একে অন্যের পাশে" | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | নারায়ণগঞ্জ জেলা |
উপজেলা | নারায়ণগঞ্জ সদর উপজেলা |
স্থাপিত | ১৯৪৩ |
ওয়ার্ড | ৯ টি |
সরকার | |
• ইউপি চেয়ারম্যান | ফজর আলী (স্বতন্ত্র রাজনীতিবিদ) |
আয়তন | |
• মোট | ১.৮৭১ বর্গকিমি (০.৭২২ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ২৩,৩০৫ |
• জনঘনত্ব | ১২,০০০/বর্গকিমি (৩২,০০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার২০১১ আদমশুমারী অনুযায়ী | |
• মোট | ৮২% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ১৪০০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
ইতিহাস
সম্পাদনাব্রিটিশ শাসন আমলের আনুমানিক ১৯৪৩ সালে প্রথম গোগনগর ও সৈয়দপুর এলাকা নিয়ে অত্র ইউনিয়ন গঠিত হয় । ঐ সময়ে ইউনিয়ন এর চেয়ারম্যান কে গ্রাম প্রেসিডেন্ট বলা হত। গোগনগর ইউনিয়নের সর্বপ্রথম চেয়ারম্যান এর নাম মো: সদর উদ্দিন দেওয়ান । পরবর্তীতে পর্যায়ক্রমে একের পর এক চেয়ারম্যান এর পরিবর্তন হয় । বর্তমান চেয়ারম্যান এর নাম ফজর আলী।
চেয়ারম্যানবৃন্দ
সম্পাদনাগ্রামভিত্তিক লোকসংখ্যা
সম্পাদনা# ওয়ার্ড | গ্রামের নাম | লোকসংখ্যা |
---|---|---|
১ | মসিনাবন্দ পূর্ব | ২,৮০০জন |
২ | মসিনাবন্দ উত্তর | ২,০০৫জন |
৩ | বাড়ীরটেক | ২,০০০জন |
৪ | সৈয়দপুর পূর্ব | ২,০০০জন |
৫ | সৈয়দপুর পশ্চিম | ২,০০০জন |
৬ | সৈয়দপুর কদমতলী | ২,৫০০জন |
৭ | নতুন সৈয়দপুর | ৩,০০০জন |
৮ | পুরাতন সৈয়দপুর | ৩,৫০০জন |
৯ | চর সৈয়দপুর | ৩,৫০০জন |
মোট লোকসংখ্যা | ২৩,৩০৫ |
খাল ও নদী
সম্পাদনানারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার গোগনগর ইউনিয়নটি একটি অতি জনবহুল ইউনিয়ন। অত্র ইউনিয়নের পূর্ব দিকে দিয়ে বয়ে গেছে খরস্রোতা শীতলক্ষ্যা নদী। এবং ইউনিয়নের পশ্চিম দিকে বয়ে গেছে বুড়িগঙ্গা নদী।এছাড়াও অত্র ইউনিয়নের বুক চিরে অসংখ্যা খাল প্রবাহিত হয়েছে। এক সময় এ সকল খাল দিয়ে প্রতিনিয়ত নৌকা ও ছোট ছোট লঞ্চ চলাচল করত।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা: ৪টি
- বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা: ১টি
- সরকারি উচ্চ বিদ্যালয়: ১টি
- বে-সরকারী উচ্চ বিদ্যালয়ের সংখ্যা: ১টি
- মাদ্রাসা: ৫টি
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "এক নজরে গোগনগর ইউনিয়ন"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারঃ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]