গোকুল ইউনিয়ন

বগুড়া জেলার বগুড়া সদর উপজেলার একটি ইউনিয়ন

গোকুল ইউনিয়ন বাংলাদেশের বগুড়া জেলার বগুড়া সদর উপজেলার একটি ইউনিয়ন।[২] বগুড়া জেলার উত্তর অংশে করোতায়া নদীর তীরে এই ইউনিয়ন অবস্থিত।

গোকুল ইউনিয়ন
ইউনিয়ন
৮ নং গোকুল ইউনিয়ন পরিষদ
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলাবগুড়া জেলা
উপজেলাবগুড়া সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানজিয়াউর রহমান জিয়া
আয়তন
 • মোট১৯.২৭ বর্গকিমি (৭.৪৪ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[১]
 • মোট২৪,১৯৩
 • জনঘনত্ব১,৩০০/বর্গকিমি (৩,৩০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

অবস্থান সম্পাদনা

বগুড়া সদর উপজেলার উত্তরাংশে করতোয়া নদীর তীরে গোকুল ইউনিয়নের অবস্থান। বগুড়া শহর হতে এর দূরত্ব ১০ কিলোমিটার।[৩]

যোগাযোগ সম্পাদনা

বগুড়া সদর উপজেলা থেকে সিএনজি ও বাস যোগে গোকুল ইউনিয়নে আসা যায়। অত্র ইউনিয়নের বেশিরভাগ সড়ক আধাপাকা।[৪]

আয়তন সম্পাদনা

গোকুল ইউনিয়নের মোট আয়তন ১৯.২৭ বর্গকিলোমিটার।[৩]

ইতিহাস সম্পাদনা

কথিত আছে একসময় এই এলাকা জঙ্গল এবং ধুধু মাঠ ছিলো। এরপর এই এলাকার ওপর দিয়ে মহাসড়ক তৈরি হলে নাম না জানা কোন এক অঞ্চল থেকে মানুষ এসে বসতি স্থাপন শুরু করে।

এই ইউনিয়নে অবস্থিত আছে বেহুলার বাসর ঘর। যা স্থানীয় আঞ্চলিক ভাষায় 'মেড়' নামেও অধিক পরিচিত।

জনসংখ্যা সম্পাদনা

২০১১ সালের আদমশুমারী অনুযায়ী গোকুল ইউনিয়নের মোট জনসংখ্যা ২৪,১৯৩জন।[৩]

প্রশাসনিক কাঠামো সম্পাদনা

গোকুল ইউনিয়ন ৯টি গ্রাম ও ৯টি মৌজার সমন্বয়ে গঠিত।[৩]

  • চাঁদমুুহা হরিপুুর
  • সরলপুর
  • পলাশবাড়ী
  • রামশহর
  • গোকুল
  • বাঘোপাড়া
  • ধাওয়াকোলা

শিক্ষা ব্যবস্থা সম্পাদনা

অত্র ইউনিয়নে ০৪টি উচ্চ বিদ্যালয়, ১টি মাদ্রাসা, ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২টি এতিমখানা রয়েছে। [৩]

হাট-বাজার সম্পাদনা

  • চাঁদমুহা হাট
  • বাঘোপাড়া বাজার

জনপ্রতিনিধি সম্পাদনা

ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া।

ধর্মীয় উপাসনালয় সম্পাদনা

অত্র ইউনিয়নে ৫০টি মসজিদ, ৯টি ঈদগাহ এবং ৭টি মন্দির রয়েছে।[৩]

দর্শনীয় স্থান সম্পাদনা

  • বেহুলার বাসর ঘর (মেধ)
  • গোসাই ধাপ।
  • হাতীবান্ধা ধাপ।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "এক নজরে ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২০ 
  2. "গোকুল ইউনিয়ন"gokulup.bogra.gov.bd 
  3. "গোকুল ইউনিয়নের ইতিহাস"gokulup.bogra.gov.bd। ৬ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২০ 
  4. "যোগাযোগ ব্যবস্থা"gokulup.bogra.gov.bd। ৩ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২০