গুলশান সোসাইটি জামে মসজিদ
গুলশান সোসাইটি জামে মসজিদ ঢাকার গুলশান ২-এর ৬৩ নম্বর রোডে অবস্থিত একটি জামে মসজিদ। ২০১৭ সালে নির্মিত মসজিদটির নকশা করেছেন কাশেফ চৌধুরী।
গুলশান সোসাইটি জামে মসজিদ | |
---|---|
ধর্ম | |
অন্তর্ভুক্তি | ইসলাম |
যাজকীয় বা সাংগঠনিক অবস্থা | সক্রিয় |
অবস্থান | |
অবস্থান | ঢাকা, বাংলাদেশ |
স্থাপত্য | |
প্রতিষ্ঠার তারিখ | ২০১৭ |
স্থাপত্য
সম্পাদনাসাততলা আধুনিক ভবনের মসজিদটি এমনভাবে নকশা করা হয়েছে যাতে পুরো ভবনটি একশিলা স্তম্ভের মত মনে হয়। এটি তৈরিতে সাদা ঢালাই কংক্রিট ব্যবহার করা হয়েছে। ভবনের চারপাশে চলমান একটি পর্দাকার অবয়বের মাধ্যমে এর অভ্যন্তরে আলো এবং বায়ুচলাচলের ব্যবস্থা করা হয়েছে। কুফিক লিপিতে “লা-ইলাহা-ইল্লালাহ”র মত করে ভবনটির অবয়ব সাজানো হয়েছে এবং এটি দেখতে এর একটি প্রতিরুপ মনে হয়। প্রাথমিকভাবে মসজিদটিতে ২৫০০ প্রার্থনাকারীর প্রার্থনা করার ব্যবস্থা করার কথা ভাবা হয়কিন্তু সে সময় একম একটি বড় আয়তনের ভবন নির্মাণে ভূমি কম হওয়ায় পরে নকশাকারী মসজিদটিকে স্তম্ভের মত করে নির্মাণের পরিকল্পনা করেন। সামনের সিঁড়ি দিয়ে প্রধান প্রার্থনা কক্ষে প্রবেশ করা যায়। এছাড়া উপরের তলাগুলোতে উঠার জন্য লিফ্টের পাশাপাশি সিঁড়ি রয়েছে।[১][২]
ইতিহাস
সম্পাদনাগুলশান সোসাইটি জামে মসজিদে বেশ কয়েকজন উল্লেখযোগ্য ব্যক্তি প্রার্থনা করেছেন। ২০১৮ সালেরে ফেব্রুয়ারিতে আল আকসা মসজিদের ইমাম তার সপ্তাহব্যাপী বাংলাদেশ ভ্রমণে এ মসজিদে বক্তব্য দেন।[৩] ২০১৯ সালের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের হাইকমিশনার যথাক্রমে জুলিয়া নিবলেট ও জুয়ানা ক্যাম্পকার মসজিদটিতে ভ্রমণ করেন।[৪] ২০১৮ সালের সেপ্টেম্বরে মসজিদটি ‘১১তম বিজলে ডিজাইন অব দ্য ইয়ার’ এর তালিকার জন্য মনোনীয়ত হয়েছিলো।[৫]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Gulshan Society Mosque / Kashef Chowdhury - URBANA"। ArchDaily (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৫-১৯। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১৭।
- ↑ Snyder, Michael (২০১৯-০৫-০৯)। "In Bangladesh, Reimagining What a Mosque Might Be"। The New York Times (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0362-4331। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১৭।
- ↑ "Masjid al-Aqsa head Imam to lead jum'a prayers at Gulshan mosque"। theindependentbd.com। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১৭।
- ↑ "Australian, New Zealand envoys visit Gulshan mosque | banglatribune.com"। Bangla Tribune (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "19 Architecture Projects in Shortlist for Beazley Designs of the Year -"। World-Architects (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১৭।
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে Gulshan Society Jame Masjid সম্পর্কিত মিডিয়া দেখুন।
- গুলশান সোসাইটি মসজিদের ওয়েবপেজ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৭ জুন ২০২০ তারিখে