গিচিন ফুনাকোশি

মার্শাল শিল্পী

গিচিন ফুনাকোশি (船越 義珍, ফুনাকোশি গিচিন, নভেম্বর ১০, ১৮৬৮ – এপ্রিল ২৬, ১৯৫৭)শোতোকান কারাতের প্রতিষ্ঠাতা, যা কারাতের সবচেয়ে পরিচিত স্টাইল , তাকে বলা হয় "আধুনিক কারাতের জনক/পিতা".[১] আনকো ইতোসু থেকে শিক্ষাপ্রাপ্ত গ্র্যান্ডমাস্টার ওকিনিয়ানদের মধ্যে তিনি একজন ছিলেন।তিনি ১৯২২ সালে কারাতে কে জাপানের মূল ভূমির সাথে পরিচিত করান.তিনি জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কারাতে শিক্ষা দেন এবং ১৯৪৯ সালে "জাপান কারাতে এসোসিয়েশন" প্রতিষ্ঠার পর এর সম্মানিত প্রধান এর পদ গ্রহণ করেন।

গিচিন ফুনাকোশি
গিচিন ফুনাকোশি ১৯৫৫ সালে
জন্ম(১৮৬৮-১১-১০)১০ নভেম্বর ১৮৬৮
[শুরি,ওকিনাওয়া]
মৃত্যুএপ্রিল ২৬, ১৯৫৭(1957-04-26) (বয়স ৮৮)
টোকিও, জাপান
স্থানীয় নাম船越 義珍 ফুনাকোশি গিচিন
শৈলীশোতোকান কারাতে
শিক্ষকআনকো আসাতো, আনকো ইতসু
পদবীকারাতে ৫ম ড্যান(সে সময়ের সর্বোচ্চ)
শিক্ষার্থীগিগো ফুনাকোশি(পুত্র), ইসাও ওবাতা, শিগেরু এগামি, হিরোকাজু কানাজাওয়া, ওউন কুক লি

প্রকাশনা সম্পাদনা

  • ফুনাকোশি, গিচিন (১৯২২)। তো-তে রায়ুকু কেনপো (唐手 : 琉球拳法) 
  • ফুনাকোশি, গিচিন (১৯২৫)। কারাতে যুৎসু (唐手術) (পিডিএফ)। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৪ 
  • ফুনাকোশি, গিচিন (১৯৩৫)। কারাতে-দো কিয়োহান (空手道教範 ) (পিডিএফ)। ২৯ নভেম্বর ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৪ 
  • ফুনাকোশি, গিচিন (১৯৭৩)। কারাতে-দো কিয়োহান : দ্য মাস্টার টেক্সট। অনুবাদ সুতোমু ওহশিমা। টোকিয়ো: কোদানশা ইন্টারন্যাশনাল। আইএসবিএন 978-0-87011-190-7 
  • ফুনাকোশি, গিচিন (১৯৭৫)। দ্যা টুয়েন্টি গাইডিং প্রিন্সিপালস অফ কারাতে: দ্য স্পিরিচুয়াল লেগেসি অফ দ্য মাস্টার। অনুবাদঃ জন টেরামট। টোকিয়ো: কোদানশা ইন্টারন্যাশনাল। আইএসবিএন 978-4-7700-2796-2 

তথ্যসূত্র সম্পাদনা

  1. Funakoshi, Gichin (2001). Karate Jutsu: The Original Teachings of Master Funakoshi, translated by John Teramoto. Kodansha International Ltd. আইএসবিএন ৪-৭৭০০-২৬৮১-১