গাসা জেলা ভুটানের ২০টি জেলার একটি জেলা। গাসা জেলার রাজধানী গাসার কাছে গাসা জং অবস্থিত। এটি কাউন্টির সুদূর উত্তরে অবস্থিত এবং তিব্বতীয় হিমালয়ের মধ্য ও উচ্চ অঞ্চল জুড়ে রয়েছে। জেলার আধিপত্যপূর্ণ ভাষা হল জংখা, যা ভুটানের রাষ্ট্র ভাষা। জংখা ছাড়াও জেলার উত্তরে আধা যাযাবর সম্প্রদায়ের লোকেরা লায়াখা ও লুনানা ভাষায় কথা বলে। গণপ্রজাতন্ত্রী চীন গাসা জেলার উত্তর অংশ দাবি করেছে।

ইতিহাস সম্পাদনা

গাসা পূর্বে পুনাখা জেলার একটি ডংখাগ (উপজেলা) ছিল। ১৯৯২ সালে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী পুনাখাকে একটি পৃথক জংখাগে (জেলায়) উন্নীত করা হয়।[১]

ভূগোল সম্পাদনা

গাসা জেলার উত্তরে রয়েছে চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল এবং দক্ষিণে থিম্ফু, পুনাখা, এবং ওয়াংদুয়ে ফোদ্রাং জেলা।

প্রশাসনিক বিভাগ সম্পাদনা

গাসা জেলা চারটি গিয়োগে বিভক্ত[১] [২]

  • খামেদ গিয়োগ,[২] পূর্বে গোয়েনখামে [১] নামে পরিচিত ছিল
  • খাতোয়েদ গিয়োগ, পূর্বে গোয়েনকাটো নামে পরিচিত ছিল
  • লায়া গিয়োগ
  • লুনানা গিয়োগ

জনসংখ্যা সম্পাদনা

২০০৫ সালের আদমশুমারি অনুযায়ী জেলার জনসংখ্যা ছিল ৩,১১৬ জন। ২০১৭ সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা হল ৩,৯৫২ জন।[৩] জেলার জনসংখ্যা বৃদ্ধির হার ২৬.৮% এবং জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ১.৩ জন।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Annual Dzongkhag Statistics 2010: Gasa" (পিডিএফ)। [National Statistics Bureau], Government of Bhutan। ২০১০। ২৫ আগস্ট ২০১১ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১১ 
  2. "Gewogs and chiwogs in Gasa (2011)" (পিডিএফ)। [Election Commission], Government of Bhutan। ২০১১। ২ অক্টোবর ২০১১ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১১ 
  3. "Population and Housing Census of 2017 (National Report)" (পিডিএফ)। National Statistics Bureau। ২০১৮-০৬-২৬। পৃষ্ঠা 102। ২০১৯-০২-২৮ তারিখে মূল (pdf) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-৩১