গালা ইউনিয়ন, হরিরামপুর
মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার একটি ইউনিয়ন
(গালা ইউনিয়ন, মানিকগঞ্জ থেকে পুনর্নির্দেশিত)
গালা বাংলাদেশের মানিকগঞ্জ জেলার অন্তর্গত হরিরামপুর উপজেলার একটি ইউনিয়ন।
গালা | |
---|---|
ইউনিয়ন | |
গালা ইউনিয়ন পরিষদ। | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | মানিকগঞ্জ জেলা |
উপজেলা | হরিরামপুর উপজেলা |
আয়তন | |
• মোট | ১,০৭২ বর্গকিমি (৪১৪ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১২ সালের আদমশুমারি অনুযায়ী) | |
• মোট | ২২,০১৮ |
• জনঘনত্ব | ২১/বর্গকিমি (৫৩/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাগালা ইউনিয়নের আয়তন ৪২৪২.৬৪ একর।[১]
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাগালা ইউনিয়ন হরিরামপুর উপজেলার আওতাধীন একটি ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম হরিরামপুর উপজেলার আওতাধীন। এটি ১৭টি মৌজায় বিভক্ত এবং মোট গ্রাম ৩৬টি।
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী গালা ইউনিয়নের মোট জনসংখ্যা ২০,০১৮ জন। এর মধ্যে পুরুষ ১১,০৪০ জন এবং মহিলা ১০,৯৭৫ জন।
শিক্ষা
সম্পাদনাঢাকা গাবতলী বাসষ্ট্যান্ড থেকে মানিকগঞ্জ হয়ে ঝিটকার বাসে গালা ইউনিয়ন যাওয়া যায়।
জনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান চেয়ারম্যান: জনাব মোঃ শফিক বিশ্বাস[২]
- চেয়ারম্যানগণের তালিকা[৩]
ক্রমিক নং | নাম | পদবী | সময়কাল |
---|---|---|---|
০১ | বাবু গদাধর সরকার | পঞ্চায়েত প্রধান | ১৯২১-১৯২৬ |
০২ | কোলোদা ভুইয়া | ইউনিয়ন প্রেসিডেন্ট | ১৯২৬-১৯৩০ |
০৩ | আব্দুল বিশ্বাস | ইউনিয়ন প্রেসিডেন্ট | ১৯৩১-১৯৩৫ |
০৪ | শ্রিধর চক্রবর্ত্তী | ইউনিয়ন প্রেসিডেন্ট | ১৯৩৬-১৯৪৮ |
০৫ | আলী হোসেন বিশ্বাস( আলী মিয়া) | ইউনিয়ন প্রেসিডেন্ট | ১৯৪৯-১৯৫২ |
০৬ | আঃ মঈদ যুবাইদী (চুন্নু মিয়া) | ইউনিয়ন প্রেসিডেন্ট | ১৯৫৩-১৯৫৮ |
০৭ | আশরাফ উদ্দিন শিকদার(চান মিয়া) | ইউপি চেয়ারম্যান | ১৯৪৯-১৯৬৯ |
০৮ | কামাল উদ্দিন আহমেদ (দারা মিয়া) | ইউপি চেয়ারম্যান | ১৯৭০-১৯৭২ |
০৯ | শহীদুল্লাহ বিশ্বাস | ইউপি চেয়ারম্যান | ১৯৭৩-১৯৭৬ |
১০ | আঃ মঈদ যুবাইদী (চুন্নু মিয়া) | ইউপি চেয়ারম্যান | ১৯৭৭-১৯৮৩ |
১১ | রফিকুল ইসলাম (মুকুল) | ইউপি চেয়ারম্যান | ১৯৮৪-১৯৯৮ |
১২ | জে,পি,এম, সালাউদ্দিন (বুলবুল) | ইউপি চেয়ারম্যান | ১৯৯৮-২০০৭ |
১৩ | রফিকুল ইসলাম (মুকুল) | ইউপি চেয়ারম্যান | ২০০৮-২০১০ |
১৪ | মোঃ শফিক বিশ্বাস | ইউপি চেয়ারম্যান | ২০১১-বর্তমান |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "গালা ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২২ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-২২।
- ↑ "ইউপি চেয়ারম্যান - গালা ইউনিয়ন"। galaup.manikganj.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। ২২ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০২০।
- ↑ "প্রাক্তন চেয়ারম্যানবৃন্দ - গালা ইউনিয়ন"। galaup.manikganj.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। ২২ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০২০।
বহিঃসংযোগ
সম্পাদনাবাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |