গার্গী ব্যানার্জি

ক্রিকেটার

গার্গী ব্যানার্জি (জন্ম ২০ জুলাই ১৯৬৩, কলকাতা, ভারত) একজন প্রাক্তন মহিলা ক্রিকেটার যিনি টেস্টএকদিনের আন্তর্জাতিকে ভারতের জাতীয় দলের হয়ে খেলেছেন। ১৪ বছর বয়সে উনি প্রথম জাতীয় দলের হয়ে খেলেন।[১] উনি সবমোট ১৮টি টেস্ট ও ২৬টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন।[২] উনি বর্তমানে ভারতের জাতীয় মহিলা ক্রিকেট দল নির্বাচকমন্ডলির প্রধান।

গার্গী ব্যানার্জি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামগার্গী ব্যানার্জি
জন্ম (1963-07-20) ২০ জুলাই ১৯৬৩ (বয়স ৬০)
কলকাতা, ভারত
ব্যাটিংয়ের ধরনডান হাতি ব্যাট
বোলিংয়ের ধরনডান হাতি মিডিয়াম ফাষ্ট
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ১৬)
২১ জানুয়ারী ১৯৮২ বনাম অস্ট্রেলিয়া
শেষ টেস্ট9 February 1991 বনাম অস্ট্রেলিয়া
ওডিআই অভিষেক
(ক্যাপ )
1 January 1981 বনাম ইংল্যান্ড
শেষ ওডিআই27 July 1991 বনাম ইংল্যান্ড
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা WTest WODI
ম্যাচ সংখ্যা ১২ ২৬
রানের সংখ্যা ৬১৪ ৪০৯
ব্যাটিং গড় ২৭.৯০ ১৫.৭৩
১০০/৫০ ০/৬ ০/২
সর্বোচ্চ রান ৭৫ ৬১
বল করেছে ৩২৯ ২৯১
উইকেট
বোলিং গড় ১৭.১২ ২৮.৬৬
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৬/৯ ২/২৩
ক্যাচ/স্ট্যাম্পিং ৩/০ ৬/০
উৎস: Cricinfo, 17 September 2009

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Gargi Banerji"Cricinfo। সংগ্রহের তারিখ ২০০৯-০৯-১৭ 
  2. "Gargi Bannerji"CricketArchive। সংগ্রহের তারিখ ২০০৯-০৯-১৭