গানপাউডার প্লট (Gunpowder Plot) ব্রিটেনের রাজা ১ম জেমস-কে হত্যার ব্যর্থ ষড়যন্ত্র। ১৬০৫ সালের ৫ই নভেম্বর ব্রিটিশ পার্লামেন্ট ভবন গানপাউডার বিস্ফোরণের সাহায্যে ধ্বংস করার পরিকল্পনা করা হয়। কিন্তু এক চক্রান্তকারী গাই ফক্‌স (Guy Fawkes) ধরা পড়ে যায় এবং নির্যাতনের ফলে সে অন্যান্য চক্রান্তকারীদের নাম ফাঁস করে দেয়। বিচারে গাই ফক্‌স ও অন্যান্যদের ফাঁসি হয়। ব্রিটেনে ও অন্যান্য কমনওয়েলথ দেশে আজও ৫ই নভেম্বর গাই ফক্‌স দিবস হিসেবে পালিত হয়।

গানপাউডার প্লট‎
Three illustrations in a horizontal alignment. The leftmost shows a woman praying, in a room. The rightmost shows a similar scene. The centre image shows a horizon filled with buildings, from across a river. The caption reads "Westminster". At the top of the image, "The Gunpowder Plot" begins a short description of the document's contents.
প্লটটির ১৭ তম বা ১৮ শতকের প্রথম দিকের একটি প্রতিবেদন
প্লটটির ১৭ তম বা ১৮ শতকের প্রথম দিকের একটি প্রতিবেদন
বিস্তারিত
অংশগ্রহনকারি রবার্ট ক্যাটসবি, জন রাইট, রবার্ট এবং টমাস উইন্টুর, রবার্ট কিস, থমাস বেটস, রবার্ট এবং থমাস উইন্টুর গ্রান্ট, স্যার অ্যামব্রোস রুকউড, স্যার এভারার্ড ডিগবি এবং ফ্রান্সিস ট্রেশাম
অবস্থানলন্ডন, ইংল্যান্ড
তারিখ৫ নভেম্বর ১৬০৫
ফলাফলমৃত্যুদন্ড

বহি:সংযোগ

সম্পাদনা