গাট্টু বাট্টু

ভারতীয় এনিমেশন ধারাবাহিক

গাট্টু বাট্টু হলো একটি ভারতীয় এনিমেশন টেলিভিশন ধারাবাহিক। এটি তুনজ এনিমেশন কর্তৃক প্রযোজিত এবং নিকোলিদিয়নে সম্প্রচারিত হয়। ১ মে ২০১৭ থেকে এটির সম্প্রচার শুরু হয়।[১][২][৩][৪]

গাট্টু বাট্টু
ধরন
আবহ সঙ্গীত রচয়িতাশিমাব সেন
উদ্বোধনী সঙ্গীতগাট্টু বাট্টু
মূল দেশভারত
মূল ভাষাহিন্দি
নির্মাণ
ব্যাপ্তিকাল২০ মিনিট
নির্মাণ কোম্পানিতুনজ এনিমেশন
মুক্তি
মূল নেটওয়ার্কসনিক নিকেলোদিয়ন
মূল মুক্তির তারিখ১ মে ২০১৭ (2017-05-01) –
বর্তমান
বহিঃসংযোগ
ওয়েবসাইট

কাহিনী সংক্ষেপ সম্পাদনা

ভিশরামপুর শহরের দুই বন্ধু গাট্টু ও বাট্টু। বাট্টু সাধারণত বুদ্ধিমান এবং গাট্টু সাহসী, যে কিনা খলনায়কদের সাথে যুদ্ধ করে তাদেরকে হারিয়ে দেয়।[৫][৬]

চরিত্রসমূহ সম্পাদনা

  • বাট্টু: ভিশরামপুর শহরের বাসিন্দা এবং সে বুদ্ধিমান।
  • গাট্টু: গাট্টুও ভিশরামপুরের বাসিন্দা, সে একজন সাহসী এবং গাট্টু ও বাট্টু দুজনেই ভালো বন্ধু।
  • শের সিং: ভিশরামপুর শহরের ডন।
  • টিং টং : ডাঃ ভাটাওডেকার এর বন্ধু। সে সামান্য মার্শাল আর্ট জানে এবং নেপালি ভাষায় কথা বলে।
  • ডাঃ ভাটাওডেকার: ইনি একজন বিজ্ঞানী এবং তিনি গাট্টু-বাট্টু'র জন্য নতুন গ্যাজেট তৈরি করেন। তার সবচেয়ে ভালো বন্ধু টিং টং।
  • ডানিয়া: শের সিং এর সহযোগী, তার ভালো বন্ধু বানিয়া।
  • বানিয়া: শের সিং এর সহযোগী এবং ডানিয়ার বন্ধু।
  • বিমা: সে শের সিং এর ভালো বন্ধু। সে কমলা রঙের টিশার্ট ও আকাশি রঙের প্যান্ট পরিধান করে।
  • ইন্সপেক্টর মানমানি: সে ভিশরামপুরের একজন পুলিশ ইন্সপেক্টর। সে চা পান করতে পছন্দ করে।
  • চম্মাক সিং': সে একজন পুলিশ হাওলাদার।
  • মন্ত্রীজী: সে ভিশরামপুর ও পাশের শহরগুলোর প্রধানমন্ত্রী। সে গাট্টু বাট্টুকে পুরস্কৃত করে যদি তারা চোর ধরতে পারে।

অভ্যর্থনা সম্পাদনা

  • গাট্টু বাট্টু'র মিউজিক ভিডিও প্রকাশের তিন সপ্তাহে মোট ২.৭ মিলিয়ন বার দেখা হয়েছিল।[৭]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Tapping into homegrown content demand, Nickelodeon announces new show 'Gattu Battu'"AnimationXpress। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৮ 
  2. "Gattu Battu to premiere today"The Hans India। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৭ 
  3. "GATTU BATTU"Times of India। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৮ 
  4. "Ready for a super dose of jasoosi with 'Gattu Battu'?"The Bombay Times। ২৪ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৮ 
  5. "Dangal's 'Hanikarak Bapu' singers lend voice to animated series 'Gattu Battu"Times of India। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৮ 
  6. "Bhopal: Gattu-Battu helps city kids solve mysteries & mind games"The Free Press Journal। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৮ 
  7. "'Gattu Battu' music video garnered 2.7 million views in just three weeks of its release"AnimationXpress। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৮