গাছুয়া ইউনিয়ন, সন্দ্বীপ

চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার একটি ইউনিয়ন

গাছুয়া বাংলাদেশের চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

গাছুয়া
ইউনিয়ন
৩নং গাছুয়া ইউনিয়ন পরিষদ
গাছুয়া চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
গাছুয়া
গাছুয়া
গাছুয়া বাংলাদেশ-এ অবস্থিত
গাছুয়া
গাছুয়া
বাংলাদেশে গাছুয়া ইউনিয়ন, সন্দ্বীপের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৩৩′২৮″ উত্তর ৯১°২৯′১০″ পূর্ব / ২২.৫৫৭৭৮° উত্তর ৯১.৪৮৬১১° পূর্ব / 22.55778; 91.48611 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলাসন্দ্বীপ উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানমোহাম্মদ আবু হেনা
আয়তন
 • মোট১৪.০৬ বর্গকিমি (৫.৪৩ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট১৭,০৭৮
 • জনঘনত্ব১,২০০/বর্গকিমি (৩,১০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৪৬.৮৩%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩০০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

গাছুয়া ইউনিয়নের আয়তন ৩৪৭৩ একর[] (১৪.০৬ বর্গ কিলোমিটার)। (২০০৭ সালের তথ্য অনুযায়ী)

জনসংখ্যা

সম্পাদনা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী গাছুয়া ইউনিয়নের জনসংখ্যা ১৭,০৭৮ জন। এর মধ্যে পুরুষ ৮,১২৮ জন এবং মহিলা ৮,৯৫০ জন।[]

অবস্থান ও সীমানা

সম্পাদনা

সন্দ্বীপ উপজেলার উত্তরাংশে গাছুয়া ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে সন্তোষপুর ইউনিয়ন; পশ্চিমে আমানউল্যা ইউনিয়নকালাপানিয়া ইউনিয়ন; দক্ষিণে বাউরিয়া ইউনিয়ন এবং পূর্বে সন্দ্বীপ চ্যানেল, সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নমুরাদপুর ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

সম্পাদনা

গাছুয়া ইউনিয়ন সন্দ্বীপ উপজেলার আওতাধীন ৩নং ইউনিয়ন পরিষদ। এটি জাতীয় সংসদের ২৮০নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৩ এর অংশ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সন্দ্বীপ থানার আওতাধীন। এটি ৩টি মৌজায় বিভক্ত।

এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • হাদিয়া পাড়া
  • মোহাম্মদপুর পাড়া
  • লতিফ ভূঁইয়া পাড়া
  • ধনের ও আবুর গো পাড়া
  • সওদার গো পাড়া
  • ছবি রহমান পাড়া
  • রৌশন আলী পাড়া
  • বেড়ীর পাড় পাড়া

শিক্ষা ব্যবস্থা

সম্পাদনা

গাছুয়া ইউনিয়নের সাক্ষরতার হার ৪৬.৮৩%।[] এ ইউনিয়নে ১টি ফাজিল মাদ্রাসা, ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ১১টি প্রাথমিক বিদ্যালয় ও ৯টি আনন্দ স্কুল রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা

মাদ্রাসা

সম্পাদনা
মাধ্যমিক বিদ্যালয়

প্রাথমিক বিদ্যালয়

সম্পাদনা
  • উত্তর আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কাশেম মার্কেট সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • গাছুয়া এ কে সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • গাছুয়া ঘাটমাঝির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • গাছুয়া দক্ষিণ পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • গাছুয়া দক্ষিণ পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • গাছুয়া মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চর হুদ্রাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দাদন শহীদ বেলায়েত বীর উত্তম সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সন্দ্বীপ গাছুয়া বাংলাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সন্দ্বীপ গাছুয়া স্কাউটস সরকারি প্রাথমিক বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

উপজেলা সদর থেকে গাছুয়া ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল সন্দ্বীপ-গাছুয়া সড়ক। এছাড়া রয়েছে সারিকাইত-সন্তোষপুর সড়ক। যোগাযোগ মাধ্যম টেক্সী, মোটর সাইকেল, রিক্সা, ভাই সাইকেল।

খাল ও নদী

সম্পাদনা

গাছুয়া ইউনিয়নের পূর্ব পাশে সন্দ্বীপ চ্যানেল। এছাড়া অনেক ছোট ছোট খাল রয়েছে।[]

হাট-বাজার

সম্পাদনা

গাছুয়া ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল ঘাটমাঝির হাট, আকবর হাট, হক সাহেবের বাজার, বাংলা বাজার, কাশেম মার্কেট এবং বাণির হাট।[] এরশাদ মার্কেট এর কিছু অংশ।

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

সম্পাদনা

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "সন্দ্বীপ উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org 
  2. "গ্রামভিত্তিক লোকসংখ্যা - গাছুয়া ইউনিয়ন - গাছুয়া ইউনিয়ন"gachhuaup.chittagong.gov.bd। ১৩ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৭ 
  3. "খাল ও নদী - গাছুয়া ইউনিয়ন - গাছুয়া ইউনিয়ন"gachhuaup.chittagong.gov.bd। ১৩ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৭ 
  4. "হাট বাজারের তালিকা - গাছুয়া ইউনিয়ন - গাছুয়া ইউনিয়ন"gachhuaup.chittagong.gov.bd