গল্প হলেও সত্যি (১৯৬৬-এর চলচ্চিত্র)
ভারতীয় বাংলা চলচ্চিত্র
গল্প হলেও সত্যি তপন সিনহা পরিচালিত একটি বাংলা চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি ১৯৬৬ সালে মুক্তি পায়। এই চলচ্চিত্রতে বিখ্যাত অভিনেতা রবি ঘোষ মুখ্য-চরিত্রে অভিনয় করেন।[১] চলচ্চিত্রটির কাহিনিকার পরিচালক তপন সিনহা স্বয়ং। তার এই গল্পের উপর ভিত্তি করে ছবিটি নির্মান করা হয়। পরবর্তিতে ১৯৭২ সালে হিন্দি ছবি বাবুর্চি এই ছবির উপর ভিত্তি করে নির্মান করা হয়।[২]
গল্প হলেও সত্যি | |
---|---|
চিত্রনাট্যকার | তপন সিনহা |
পরিবেশক | ছায়াবাণী প্রাইভেট লিমিটেড |
মুক্তি | ১৩ অক্টোবর ১৯৬৬ |
স্থিতিকাল | ১০৪ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
অভিনয়ে
সম্পাদনা- রবি ঘোষ (ধনঞ্জয়)
- ভানু ব্যানার্জি (ছোট খোকা )
- তপন ভট্টাচার্য
- কৃষ্ণা বসু
- খগেশ চক্রবর্তী
- যোগেশ চট্টোপাধ্যায় (কর্তা)
- নির্মল চট্টোপাধ্যায়
- রমা দাস
- ভারতী দেবী (সেজ বউ )
- ছায়া দেবী (বড় বউ)
- অজয় গাঙ্গুলী (খোকা)
- বঙ্কিম ঘোষ (সেজ খোকা)
- পার্থ মুখোপাধ্যায় (অলক)
- প্রসাদ মুখার্জি (বড় খোকা)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Bengali films which have balanced comedy with serious social issues"। The Times of India। সংগ্রহের তারিখ ২০১৯-০২-২৩।
- ↑ "Galpa Holeo Satyi"।