গর্ডন মুর
গর্ডন মুর (৩ জানুয়ারি, ১৯২৯) ইন্টেল কর্পোরেশনের সহ-প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান ইমেরিটাস।
গর্ডন মুর | |
---|---|
![]() | |
জন্ম | সান ফ্রান্সিস্কো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র | ৩ জানুয়ারি ১৯২৯
মাতৃশিক্ষায়তন | University of California, Berkeley; ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অফ টেকনোলজি |
পেশা | অবসরপ্রাপ্ত / চেয়ারম্যান ইমেরিটাস, ইন্টেল কর্পোরেশনের সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা |
বার্ষিক সম্পত্তি | ![]() |
শিক্ষাজীবনসম্পাদনা
মুর ১৯৫০ সালে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে থেকে ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলেতে পড়ার আগে তিনি সান জোসে স্টেট ইউনিভার্সিটিতে দুই বছর পড়ালেখা করেন। ১৯৫৪ সালে তিনি ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অফ টেকনোলজি থেকে রসায়নে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৫৬ সাল পর্যন্ত জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লায়েড ফিজিক্স ল্যাবরেটরীতে ডক্টরেট-উত্তর গবেষণা করেন।
পারিবারিক জীবনসম্পাদনা
সান জোসে স্টেট বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় মুরের সঙ্গে বেটি আইরিন হুইটেকারের পরিচয় হয়। [২] ১৯৫০ সালের ৯ সেপ্টেম্বর তারা বিয়ে করে [৩] পরের দিনই ক্যালটেকে চলে যান। এই দপ্তির কেনেথ ও স্টিভেন নামে দুই পুত্রন্তান আছে। [৪]
কর্মজীবনসম্পাদনা
ডক্টরেট-উত্তর গবেষণা সম্পন্ন করার পর মুর শকলি সেমিকন্ডাক্টর ল্যাবরেটরীতে যোগদান করেন। ১৯৬৮ সালের জুলাই মাসে তিনি রবার্ট নয়েসের সাথে ইন্টেল কর্পোরেশন প্রতিশঠা করেন। ১৯৭৫ সাল পর্যন্ত তিনি ইন্টেল কর্পোরেশন এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালে তিনি ইন্টেলের প্রেসিডেন্টের দায়িত্ব পান। ১৯৭৯ সালের এপ্রিলে তিনি বোর্ডের চেয়ারম্যান ও চিফ এক্সিকিউটিভ অফিসারের দায়িত্ব পান। ১৯৮৭ সালের এপ্রিল পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন। ১৯৯৭ সালে তাকে ইন্টেলের চেয়ারম্যান ইমেরিটাস ঘোষণা করা হয়। তিনি ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অফ টেকনোলজি এর সাবেক চেয়ারম্যান এবং আজীবন ট্রাস্টি।
পুরস্কার ও সম্মাননাসম্পাদনা
- ন্যাশনাল মেডেল অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশন, ১৯৯০
- প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রীডম, ২০০২
- ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স মেডেল অব অনার, ২০০৮[৫]
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "Gordon Moore"। Forbes। সংগ্রহের তারিখ জুলাই ১১, ২০১১।
- ↑ Dodson, Vannessa। "Gordon and Betty Moore: Seeding the Path Ahead"। Campaign Update। California Institute of Technology (Caltech) (Fall 2003)। ১৬ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৫।
- ↑ "Gordon Moore"। NNDB Tracking the Entire World। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৫।
- ↑ ইন্টারনেট মুভি ডেটাবেজে গর্ডন মুর-এর জীবনী (ইংরেজি)
- ↑ http://www.ieee.org/portal/pages/about/awards/pr/mohpr.html
বহিঃসংযোগসম্পাদনা
- The Fairchild Chronicles
- Gordon E. Moore Association by the Horatio Alger Foundation
- Betty and Gordon Moore Library
- Biography at Intel website
- Forbes.com: Forbes World's Richest People
- Moore says nanoelectronics face tough challenges – By Michael Kanellos, CNET News.com, March 9, 2005
- [১] A Wired News article
- Interview with Caltech News
- Dedication of Moore Labs at Caltech
- The Accidental Entrepreneur, (Gordon E. Moore): From Caltech to Intel